A
আবদুল লতিফ
B
আবদুল আহাদ
C
আলতাফ মাহমুদ
D
মাহমুদুন্নবী
উত্তরের বিবরণ
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"—এই কালজয়ী গানটি আমাদের ভাষা আন্দোলনের প্রতীক এবং বাঙালির আত্মত্যাগের অনন্য নিদর্শন।
-
গানটির রচয়িতা: আবদুল গাফ্ফার চৌধুরী
-
গানটির প্রথম সুরকার: আবদুল লতিফ
-
গানটির বর্তমান ও প্রচলিত সুরকার: আলতাফ মাহমুদ
-
এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
-
গানটি প্রথম পরিবেশিত হয় ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে।
এই গানটি শুধু একটি সঙ্গীত নয়, এটি আমাদের ইতিহাস, আত্মত্যাগ এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার চিরন্তন স্মারক।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া, দ্য ডেইলি স্টার (২১ ফেব্রুয়ারি ২০২৩)।

0
Updated: 2 months ago