“Thrive” শব্দের অর্থ কী?
A
শোক প্রকাশ করা
B
উন্নতি লাভ করা
C
সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া
D
শুকিয়ে যাওয়া
উত্তরের বিবরণ
Thrive” শব্দের অর্থ উন্নতি লাভ করা।
• Thrive (verb)
- English Meaning: To grow, develop, or be successful, especially in a vigorous or healthy way.
- Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া।
• Synonyms
- Flourish (সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা),
- Prosper (সাফল্যমণ্ডিত হওয়া; সিদ্ধি/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধি লাভ করা; উন্নতি করা),
- Bloom (পূর্ণ বিকাশ বা চরম উৎকর্ষ লাভ করা)।
• Antonyms
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Wither (শুকিয়ে যাওয়া; বিবর্ণ হওয়া; মরে যাওয়া),
- Fail (অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া)।
• Example Sentence
- Children thrive when given love and attention.
- The business is thriving under new management.
• Other options:
- Affirm (verb) (সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা),
- Sparse (adj) বিরলভাবে বিক্ষিপ্ত।

0
Updated: 1 month ago
What’s the adjectival form of "Economy"?
Created: 2 months ago
A
Economic
B
Economics
C
Economize
D
Economically
• The adjective form of "Economy" is - Economic.
• Economic (Adjective)
- English meaning: [Only before noun] Connected with the trade, industry, and development of wealth of a country, an area, or a society.
- Bangla meaning: অর্থনীতি।
• অপশন আলোচনা:
- Economics (Noun) - অর্থবিদ্যা;
- Economize (Verb) - ব্যয় সংকোচ করা;
- Economic (Adjective) - অর্থনীতি;
- Economically (Adverb) - অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

0
Updated: 2 months ago
Which of the following is a possessive adjective?
Created: 1 month ago
A
me
B
my
C
mine
D
he

0
Updated: 1 month ago
Rice sells cheap. [passive]
Created: 1 month ago
A
Rice is cheap when it sells.
B
Rice is cheap when it is sold.
C
Rice is being sold cheap.
D
Rice sold cheap.
• Quasi-passive যুক্ত Active voice কে passive এ রূপান্তর করার নিয়ম:
• প্রথম নিয়ম:
- Active voice এর subject টিই passive voice এ subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- Adjective টি বসে।
- when বসে।
- প্রথম subject অনুযায়ী it/they বসে।
- আবারো tense অনুযায়ী সাহায্যকারী verb বসে।
- মূল verb এর past participle বসে।
• দ্বিতীয় নিয়ম:
- Active voice এর subject টিই passive voice এ subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- মূল verb এর past participle বসে।
- Adjective টি বসে।
Active: Rice sells cheap.
Passive: Rice is cheap when it is sold.
Or,
Passive: Rice is sold cheap.

0
Updated: 1 month ago