Rice sells cheap. [passive]
A
Rice is cheap when it sells.
B
Rice is cheap when it is sold.
C
Rice is being sold cheap.
D
Rice sold cheap.
উত্তরের বিবরণ
• Quasi-passive যুক্ত Active voice কে passive এ রূপান্তর করার নিয়ম:
• প্রথম নিয়ম:
- Active voice এর subject টিই passive voice এ subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- Adjective টি বসে।
- when বসে।
- প্রথম subject অনুযায়ী it/they বসে।
- আবারো tense অনুযায়ী সাহায্যকারী verb বসে।
- মূল verb এর past participle বসে।
• দ্বিতীয় নিয়ম:
- Active voice এর subject টিই passive voice এ subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- মূল verb এর past participle বসে।
- Adjective টি বসে।
Active: Rice sells cheap.
Passive: Rice is cheap when it is sold.
Or,
Passive: Rice is sold cheap.

0
Updated: 1 month ago
Shelley's "Ozymandias" is a/an -
Created: 1 month ago
A
sonnet
B
elegy
C
dramatic monologue
D
novel
Ozymandias হলো P.B. Shelley রচিত একটি বিখ্যাত কবিতা। এটি একটি Sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার শিরোনামে ব্যবহৃত Ozymandias আসলে ফারাও রামেসেস দ্বিতীয়ের (Ramesses II) গ্রিক নাম। মূলত এটি প্রাচীন মিশরের এক শক্তিশালী শাসককে নির্দেশ করে। কবিতার মূল বক্তব্য হলো— একচ্ছত্র ক্ষমতা ক্ষণস্থায়ী; যতই শাসক ক্ষমতাধর ও শক্তিশালী হোক না কেন, তার প্রভাব-প্রতাপ সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়।
P.B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর উচ্ছ্বসিত অন্বেষণ ধীরে ধীরে প্রকাশ্য কর্মকাণ্ড থেকে সরে এসে কবিতার মাধ্যমে প্রকাশিত হয়, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার অন্তর্ভুক্ত।
Shelley-এর উল্লেখযোগ্য রচনা
Poem:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Mischievious
B
Miscevious
C
Mischievous
D
Misschivous
Correct Answer: গ) Mischievous
Mischievous (Adj)
-
Bangla Meaning: অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
-
English Meaning: able or tending to cause annoyance, trouble, or minor injury
Examples:
-
You were so mischievous when you were a child!
-
She had a mischievous look in her eyes.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Before which of the following is an article not used?
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।

0
Updated: 1 month ago