A
You read attentively or make a good result.
B
Read attentively for making a good result.
C
Read attentively and you will make a good result.
D
Read attentively and you can make a good result.
উত্তরের বিবরণ
The correct answer is - গ) Read attentively and you will make a good result.
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
• Examples:
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed.
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options
ক) You read attentively or make a good result.
"or" দিলে অর্থ হয় "পড়ো নয়তো ভালো ফল করো", যা বিপরীত ও ভুল।
খ) Read attentively for making a good result.
এটি complex বা simple sentence, compound নয়।
ঘ) Read attentively and you can make a good result.
"can" সম্ভাবনা বোঝায়, কিন্তু মূল বাক্যে নিশ্চিত ফলাফল বোঝানো হয়েছে, তাই "will" সঠিক।

0
Updated: 1 week ago
Which of the following words can be used as a verb?
Created: 1 week ago
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.

0
Updated: 1 week ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 4 days ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel like
ব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
like
আবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English

0
Updated: 4 days ago
The captain left the boat, because it-
Created: 1 month ago
A
turned down
B
turned up
C
turned bottom
D
turned over
• অপশন গুলোর অর্থ,
• turned down:
- to refuse an offer or request.
-
• turned up:
- to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
- উপস্থিত হওয়া; আসা
• turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।
- turned over:
- If an engine turns over, its parts move in order to make the engine start running.
- উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।
• phrase গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - turned over.
- Complete sentence: The Captain left the boat, because it turned over.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago