Which one is the correct sentence?
A
paper is made of wood
B
paper is made from wood
C
paper is made by wood
D
paper is made on wood
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হচ্ছে - paper is made from wood.
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
The meeting had started before the guests arrived.
B
The meeting started before the guests arrived.
C
The meeting will start before the guests arrived.
D
The meeting is starting before the guests arrived.
Correct Answer: The meeting had started before the guests arrived.
-
অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
-
Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য সাধারণত Past Perfect Tense হয়।
-
Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense ব্যবহার করা হয়।
-
Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
Example: I shall have done the sum before he comes. -
ভুল অপশন বিশ্লেষণ:
খ) The meeting started before the guests arrived → ভুল। Simple past tense, কিন্তু prior action বোঝাতে Past Perfect ব্যবহার করা উচিত।
গ) The meeting will start before the guests arrived → ভুল। "Will start" future tense বোঝায়, কিন্তু বাক্যের context অতীত।
ঘ) The meeting is starting before the guests arrived → ভুল। "Is starting" present continuous tense, যা context এর সাথে মিলে না।

0
Updated: 3 weeks ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
The train is running in time.
B
The train is running on time.
C
The train is running with time.
D
The train is running to time.
সুনির্দিষ্ট সময় বোঝাতে "on time" ব্যবহার করা হয়।
যেমন, ট্রেন ঠিক সময়ে ছেড়ে চলে, তাই বলবো "The train is running on time."
অন্য অপশনগুলো ভুল, কারণ:
-
কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে বা সময়মতো হওয়া বুঝাতে "in time" ব্যবহার হয়।
-
উদাহরণস্বরূপ: "The train came on time but we arrived in time to get good seats."
এখানে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছে (on time), আর আমরা সময়ের আগে পৌঁছে ভালো সিট পেয়েছি (in time)।
যেকোনো জিনিস নির্দিষ্ট সময়ে ঠিক ঠিক হলে "on time" এবং সময়ের আগে বা দেরি না করে হলে "in time" ব্যবহার করা হয়।

0
Updated: 2 months ago
A good title for the passage will be_____.
Created: 3 months ago
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।

0
Updated: 3 months ago