A
paper is made of wood
B
paper is made from wood
C
paper is made by wood
D
paper is made on wood
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হচ্ছে - paper is made from wood.
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

0
Updated: 1 week ago
Choose the correct sentence.
Created: 3 months ago
A
I asked Javed had he passed.
B
I asked Javed if he had passed.
C
I asked Javed if you had passed.
D
I asked Javed that had he passed.
• Correct sentence: I asked Javed if he had passed.
- Interrogative sentence এর direct narration কে indirect narration এ পরিবর্তন করার সময় reported speech এর পূর্বে if বা whether বসে।
ক) I asked Javed had he passed.
- বাক্যটি ভুল।
- Because it lacks the conjunction "if" or "whether" to introduce the reported question. In English, when forming reported questions, the word order changes, and the subject follows the verb, but in this case, "had he passed" is in the wrong order.
খ) I asked Javed if he had passed
- বাক্যটি সঠিক।
- The conjunction "if" introduces the reported question, and the word order follows the correct structure for reported speech: subject + auxiliary verb + subject + main verb.
গ) I asked Javed if you had passed
- বাক্যটি ভুল।
- কারণ এখানে "he" এর জায়গায় "you" এর ব্যবহার হয়েছে।
- বাক্যের subject এর সাথে pronoun এর মিল থাকতে হবে যা হলো "Javed."
ঘ) I asked Javed that had he passed
- বাক্যটি ভুল।
- Because it uses "that" instead of "if" to introduce the reported question. In reported speech, we typically use "if" or "whether" to introduce a reported question, not "that."

0
Updated: 3 months ago
Choose the correct sentence-
Created: 3 months ago
A
The matter was informed to the police.
B
The matter has been informed of the police.
C
The police was informed of the matter.
D
The police were informed of the matter.
• The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police - Collective noun টি সবসময় 'singular' রূপ, কিন্তু 'plural verb' সহ ব্যবহৃত হয়।
• আবার,
- Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
- Inform এর Structure সাধারণত এ রকম হয়ে থাকে:
- Inform + ব্যক্তিবাচক Object + of + ধারণাবাচক Object.
• সুতরাং, সঠিক বাক্যটি হবে - The police were informed of the matter.

0
Updated: 3 months ago
Choose the correct sentence-
Created: 3 months ago
A
Rich is not always happy
B
The rich is not always happy
C
The rich is not happy always.
D
The rich are not always happy
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
The Rich are not always happy. - বাক্যটি সঠিক।
• প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে।
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।

0
Updated: 3 months ago