'To do away with' means-
A
to repeat
B
to start
C
to get rid of
D
to drive off
উত্তরের বিবরণ
• To do away with
English Meaning: put an end to / remove/to get rid of.
Bangla Meaning: সমাপ্তি টানা / বিনাশ সাধন করা
Ex. Sentence: These ridiculous rules and regulations should have been done away with years ago.
Bangla Meaning: এসব অবান্তর আইন কানুন অনেক আগেই বিলুপ্ত করা উচিত ছিলো।
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
Find out the common gender:
Created: 2 weeks ago
A
Mayor
B
Monarch
C
Nun
D
Hunter
Monarch শব্দটি এমন একটি noun যা নারী এবং পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা যায়। এটি Common Gender-এর উদাহরণ। নিচে বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো।
-
Monarch (noun)
-
English Meaning: A sovereign head of state, especially a king, queen, or emperor.
-
Bengali Meaning: সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী); অধিরাজ; সার্বভৌম।
-
-
Common Gender
-
যে Noun দ্বারা পুরুষ বা নারী উভয়কেই বোঝানো যায়, তাকে Common Gender বলা হয়।
-
Monarch শব্দটি পুরুষ এবং নারী উভয়ের জন্যই ব্যবহার হয়।
-
তাই এটি একটি Common Gender।
-
অন্য উদাহরণসমূহ:
-
Mayor (Masculine Gender)
-
English Meaning: A person who is elected or chosen to lead the group who governs a town or city.
-
Bengali Meaning: নগরের পৌরসংস্থার প্রধান; মেয়র।
-
Feminine Form: Mayoress (মেয়রপত্নী; মহিলা মেয়র)
-
-
Nun (Feminine Gender)
-
English Meaning: A woman belonging to a religious order.
-
Bengali Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
-
Masculine Form: Monk (সন্ন্যাসী)
-
-
Hunter (Masculine Gender)
-
English Meaning: A person or animal that hunts.
-
Bengali Meaning: শিকারি; শৌনিক; ব্যাধ।
-
Feminine Form: Huntress (শিকারি স্ত্রীলোক)
-

0
Updated: 2 weeks ago
Before which of the following is an article not used?
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।

0
Updated: 1 month ago
What is the part of speech of the word 'avuncular'?
Created: 4 weeks ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
Avuncular একটি Adjective বা বিশেষণ। এটি এমন আচরণ বোঝায় যেখানে কেউ তরুণদের প্রতি সদয়, বন্ধুভাবাপন্ন ও আপনজনের মতো আচরণ করে; যেমন, একজন স্নেহশীল চাচা তার ভাতিজা বা ভাতিজিদের সঙ্গে আচরণ করে।
-
বাংলা অর্থ: (কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক।
-
সমার্থক শব্দ: Counselling (পরামর্শমূলক), Advising (উপদেশমূলক), Helping (সাহায্যকারী, সাহায্যপরায়ণ), Friendly (বন্ধুভাবাপন্ন), Guide (পথ নির্দেশক)।
-
বিপরীতার্থক শব্দ: Rude (কর্কশ), Unkind (নির্দয়), Hostile (শত্রুতামূলক), Unfriendly (বন্ধুত্বপূর্ণ নয় এমন), Crude (অসভ্য)।
-
অন্য রূপ: Uncle (Noun), Avuncularly (Adverb)।
-
উদাহরণ বাক্য:
১. An avuncular African doctor had the time to be reassuring and overflowing with human kindness.
২. He was very helping and supported me in an avuncular attitude.

0
Updated: 4 weeks ago