A
to repeat
B
to start
C
to get rid of
D
to drive off
উত্তরের বিবরণ
• To do away with
English Meaning: put an end to / remove/to get rid of.
Bangla Meaning: সমাপ্তি টানা / বিনাশ সাধন করা
Ex. Sentence: These ridiculous rules and regulations should have been done away with years ago.
Bangla Meaning: এসব অবান্তর আইন কানুন অনেক আগেই বিলুপ্ত করা উচিত ছিলো।
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 week ago
What is the verb of the word 'Deep'?
Created: 5 days ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 5 days ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 6 days ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 6 days ago
To 'raise one's brows' indicate-
Created: 2 weeks ago
A
annoyance
B
disapproval
C
indifference
D
surprise
To 'raise one's brows' indicate - surprise.
• Raise your eyebrows
English Meaning: to show surprise by moving your eyebrows upwards.
Bangla Meaning: বিস্মিত হওয়া / চোখ কপালে উঠা।
Ex. Sentence: He raised his eyebrows at my explanation.
Bangla Meaning: আমার ব্যাখ্যা শুনে সে বিস্মিত হলো।
ঘ) surprise (noun) [countable noun, uncountable noun]
- চমক; বিস্ময়; আশ্চর্য; চমৎকৃত; চমৎক্রিয়।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) annoyance (noun) [Uncountable noun] [Countable noun]
- বিরক্তি; অসন্তোষ: বিরক্তিকর বস্তু বা বিষয়
খ) disapproval (noun)
- অননুমোদন।
গ) indifference (noun) [uncountable noun]
- ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago