A
in
B
with
C
against
D
to
উত্তরের বিবরণ
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 week ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 month ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have ______ ones.
Created: 1 month ago
A
different
B
separate
C
complete
D
lonely
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো—
ক) Different: মানে ভিন্ন বা অন্য রকম।
খ) Separate: মানে আলাদা, পৃথক, বিভক্ত।
গ) Complete: মানে সম্পূর্ণ বা শেষ হওয়া।
ঘ) Lonely: মানে একা বা নিঃসঙ্গ।
এখন বাক্যটি দেখি:
"Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones."
এই বাক্যে যদি separate শব্দটি বসানো হয়, তাহলে বাক্যের অর্থ হয়:
“দুইজন শিশুকে এক বিছানায় ঘুমাতে হয়, কিন্তু বাকি তিনজনের আলাদা বিছানা আছে।”
এখানে "আলাদা বিছানা" বোঝাতে separate শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ বাক্যে বিছানাগুলোর আলাদা হওয়া বোঝানো হয়েছে।
তাই সঠিক উত্তর: separate।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
There are ____ dangerous drivers.
Created: 1 month ago
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 1 month ago