Who is known as 'the poet of nature' in English literature?
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
উত্তরের বিবরণ
William Wordsworth (১৭৭০-১৮৫০) ছিলেন প্রকৃতির কবি হিসেবে খ্যাত। তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তিনি মূলত প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
-
১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ‘Poet Laureate’ হিসেবে দায়িত্ব পালন করেন।
-
William Wordsworth ও Samuel Taylor Coleridge একসাথে Lyrical Ballads নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের শুরু হিসেবে বিবেচিত।
-
এই যৌথ প্রকাশনায় William Wordsworth এর অবদান সবচেয়ে বেশি থাকায় তাকে রোমান্টিক যুগের জনক বা The Father of Romantic Age বলা হয়।
তার কিছু উপাধি:
-
Poet of Nature (প্রকৃতির কবি)
-
Poet of Childhood (শৈশবের কবি)
-
Lake Poet (হ্রদের কবি)
William Wordsworth এর বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael ইত্যাদি
একমাত্র নাটক:
-
The Borderers
উৎস: An ABC of English Literature - Dr M Mofizar Rahman ও Britannica

0
Updated: 1 week ago
Who wrote the following lines: “all at once I saw/a crowd, a host of golden daffodils”?
Created: 3 weeks ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth এর বিখ্যাত কবিতা 'I wandered lonely as a cloud' থেকে উদ্বৃত।

0
Updated: 3 weeks ago
Which of the following is not a feature of the Romantic Age?
Created: 1 week ago
A
Love for nature
B
Focus on imagination
C
Strict classical rules
D
Importance of individual feelings
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিপ্রেম, কল্পনার স্বাধীনতা, ব্যক্তিগত অনুভূতির গুরুত্ব এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। কবিরা প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন এবং মানুষের আবেগকে কবিতার মূল বিষয়বস্তু করেছেন। অন্যদিকে, নব্য-শাস্ত্রীয় (Neo-classical) যুগে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন ধারা মানার কড়াকড়ি ছিল। কিন্তু রোমান্টিক যুগে সেই কড়াকড়ি ভেঙে স্বাধীন প্রকাশকে মূল্য দেওয়া হয়। তাই কঠোর শাস্ত্রীয় (Classical) নিয়ম রোমান্টিক যুগের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 week ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 weeks ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 weeks ago