A
Dante
B
Plato
C
Aristotle
D
Socrates
উত্তরের বিবরণ
• Man is by nature a political animal' is stated by - Aristotle.
- this is perhaps one of Aristotle's most famous sayings, which is motivated by his claim that “every man, by nature, has an impulse toward a partnership with others”
- উক্তিটি তাঁর বিখ্যাত গ্রন্থ 'Politics' হতে উদ্ধৃত।
- Aristotle এর লেখা ‘Politics’ হলো একটি political philosophy গ্রন্থ।
- Aristotle observes; human beings are creatures of flesh and blood, rubbing shoulders with each other in cities and communities.
Source: Britannica.

0
Updated: 1 week ago
'Gitanjali' of Rabindranath Tagore was translated by-
Created: 1 week ago
A
W. B. Yeats
B
Robert Frost
C
John Keats
D
Rudyard Kipling
• Gitanjali or Song of Offerings:
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ হচ্ছে Song of Offerings.
- Tagore then translated it into prose poems in English as 'Gitanjali : Song Offerings' and it was published in 1912 with an preamble written by W.B. Yeats.
অর্থাৎ, এর অনুবাদের কাজটি লেখক নিজেই করেন।
- তবে এর Introduction বা ভূমিকা লেখেন, W.B. Yeats.
• অতএব গীতাঞ্জলির সাথে W. B Yeats এর গভীর সম্পর্ক রয়েছে।
- তাই, W. B Yeats গীতাঞ্জলির অনুবাদ না করলেও,যেহেতু এর preface লিখেছেন এবং এর সাথে সম্পর্কিত, তাই উত্তর ক) রাখা হয়েছে।
• W.B. Yeats
- He was born in Ireland in 1865.
- Irish Poet, Dramatist, and Prose writer.
- বিংশ শতকে অনুষ্ঠিত হওয়া সাহিত্যে জগতে আইরিশ পুনর্জাগরণের অন্যতম পথিকৃত এই লেখক।
- প্রথম আইরিশ লেখক হিসেবে তিনি নোবেল পুরষ্কার পান ১৯২৩ সালে।
- তিনি তার রচিত সাহিত্যকর্মে symbolism এবং mysticism ব্যবহার করেছিলেন।
• শ্রেষ্ঠ কবিতাসমূহ:
- The Wild Swans at Coole,
- Responsibilities: Poems and a Play,
- The Tower,
- A Vision,
- No Second Troy,
- The Lake Isle of Innisfree,
- Sailing to Byzantium, etc.
Source: Live MCQ Lecture এবং ইংরাজী সাহিত্যের ইতিহাস// লেখক: সৈয়দ সাজ্জাদ হোসাইন।

0
Updated: 1 week ago