A
temporary
B
permanent
C
transparent
D
short-lived
উত্তরের বিবরণ
Transitory মানে স্বল্পকালস্থায়ী।
প্রশ্নে অন্যান্য বিকল্পগুলোর অর্থ হলো:
-
Temporary → ক্ষণস্থায়ী
-
Permanent → চিরস্থায়ী
-
Transparent → স্বচ্ছ বা আলোকভেদ্য
-
Short-lived → ক্ষণস্থায়ী
অর্থগুলো লক্ষ্য করলে দেখা যায়, “transitory” শব্দের বিপরীত অর্থ “permanent” অর্থাৎ চিরস্থায়ী।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
The antonym of “Tractable” is –
Created: 20 hours ago
A
Obedient
B
Stubborn
C
Nervous
D
Compliant
Tractable (adjective)
English Meaning: Easily dealt with, controlled, or persuaded.
Bangla Meaning: সহজে নিয়ন্ত্রণযোগ্য।
Options:
ক) Obedient – আজ্ঞানুবর্তী; বাধ্য
খ) Stubborn – একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
গ) Nervous – উত্তেজনাপূর্ণ; আতপ্ত
ঘ) Compliant – অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র
Antonym: Stubborn
Source: Accessible Dictionary

0
Updated: 20 hours ago
A fantasy is-
Created: 3 months ago
A
An imaginary story
B
A funny film
C
A history
D
A real life event
• Fantasy হলো একটি কল্পিত বা অলীক কাহিনি।
• Fantasy (noun)
ইংরেজি অর্থ: অসম্ভব বা অপ্রত্যাশিত কিছু কল্পনা করার ক্ষমতা বা তা করার কার্যকলাপ।
বাংলা অর্থ: অলীক বা বাঁধনহারা কল্পনা।
সমার্থক শব্দ: imagination, creativity, fancy, invention, originality, vision
উদাহরণ বাক্য: তাঁর গবেষণা এখন কল্পনার জগতে প্রবেশ করেছে।
তথ্যসূত্র: অক্সফোর্ড অভিধান, বাংলা একাডেমি অভিধান

0
Updated: 3 months ago
Which is the opposite of Resolution?
Created: 1 week ago
A
Hesitancy
B
Hasty
C
Decision
D
Inform
The correct answer: ক) Hesitancy
-
Hesitancy (noun): সিদ্ধান্তহীনতা
Resolution (noun):
-
English Meaning: If you make a resolution, you promise to yourself to do or not to do something.
-
Bangla Meaning: (Uncountable noun) দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত
Synonyms:
-
Aim (লক্ষ্য)
-
Aspiration (আকাঙ্ক্ষা)
-
Pledge (অঙ্গীকার)
-
Decision (সিদ্ধান্ত)
-
Judgment (রায়)
Antonyms:
-
Irresolution (অস্থিরমতিত্ব)
-
Continuation (অনুবর্তন)
-
Prolonging (দীর্ঘায়িত করা)
-
Hesitancy (সিদ্ধান্তহীনতা)
-
Refusal (প্রত্যাখ্যান)
Other Forms:
-
Resolute (adjective) — দৃঢ়সংকল্প; অটল
Example Sentences:
-
The United Nations passed (= voted to support) a resolution to increase aid to developing nations.
-
I've made a resolution to exercise three times a week.
Other options (incorrect):
-
Hasty (adj) - দ্রুতগতি; ত্বরিত
-
Inform - জানানো; জ্ঞাপন করা
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago