I have been living in Dhaka _____ 2000.
A
since
B
from
C
after
D
till
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: I have been living in Dhaka since 2007.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।
Example Sentence:
- They have been playing since four o'clock.
- He has been ill since Friday.
- I have been waiting since half past three.

0
Updated: 1 month ago
Cricket enjoys a huge ____ in Bangladesh.
Created: 1 month ago
A
follow on
B
fall out
C
follow
D
following
শব্দের অর্থ বিশ্লেষণ (Options meaning):
-
ক) Follow on – অনুসরণ করা বা অনুগামী হওয়া।
-
খ) Following – সমর্থক বা ভক্তদের দল।
-
গ) Follow – অনুসরণ করা।
-
ঘ) Fall out – ঝগড়া করা বা পরিত্যাগ করা।
ব্যাখ্যা:
বাক্য পূর্ণ করার জন্য শূন্যস্থানটিতে following শব্দটি সঠিক। এখানে following শব্দের অর্থ হচ্ছে “a group of supporters or admirers” বা “সমর্থক বা ভক্তদের দল।”
সম্পূর্ণ বাক্য:
Cricket enjoys a huge following in Bangladesh.
বাংলা অর্থ:
বাংলাদেশে ক্রিকেটের অনেক সমর্থক বা দর্শক আছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 2 months ago
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
• Correct sentence: The mayor, together with the council members, is addressing the public.
- Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
• যেমন: The mayor, together with the council members, is addressing the public.
- এখানে প্রথম subject - The mayor হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।

0
Updated: 2 months ago
The literary term 'euphemism' means-
Created: 1 month ago
A
vague idea
B
inoffensive expression
C
a sonnet
D
wise saying
Euphemism হলো এমন একটি বাক্যরীতি বা ভাষার ব্যবহার, যেখানে অস্বস্তিকর, কর্কশ বা কঠোর কিছুকে কোমল, মৃদু বা প্রীতিকরভাবে প্রকাশ করা হয়। ইংরেজি সাহিত্যে এটি ‘সুভাষণ’, ‘কোমল প্রকাশ’ বা inoffensive expression হিসেবে পরিচিত।
Euphemism হলো এমন ভদ্র ও মৃদু শব্দ বা বাক্যগঠন, যা দুঃখজনক বা অস্বস্তিকর বিষয়কে হালকা করে উপস্থাপন করে।
-
দৈনন্দিন কথোপকথনে Euphemism ব্যবহার করে কঠিন পরিস্থিতি সহজভাবে বোঝানো হয়।
উদাহরণ:
-
“Kick the bucket” → মৃত্যু বোঝাতে ব্যবহার করা হয়।
-
“Curvy” → ওজন বেশি হওয়া বোঝাতে কোমলভাবে বলা হয়।
মূলত: Euphemism ব্যবহার করা হয় ভাষাকে সৌম্য ও শিষ্ট করে তোলার জন্য।
সূত্র: An ABC of English Literature, Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago