London town is found a living being in the works of-
A
Thomas Hardy
B
Charles Dickens
C
W. Congreve
D
D. H. Lawrence
উত্তরের বিবরণ
লন্ডন শহরকে একজন জীবন্ত চরিত্রের মতো উপস্থাপন করা হয়েছে চ্যার্লস ডিকেন্সের লেখায়।
চ্যার্লস ডিকেন্স (Charles Dickens)
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড।
-
ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক।
-
তাঁর উপন্যাসগুলো দরিদ্র মানুষের জীবন ও সংগ্রামের ওপর প্রাধান্য দেয় এবং সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলে।
-
লেখা বিভিন্ন ধরনের: ভ্রমণমূলক, ঐতিহাসিক, সমাজ সংস্কারমূলক এবং আত্মজীবনীমূলক।
-
বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে এবং বহু ভাষায় অনুদিত হয়েছে।
-
মৃত্যু: ৯ জুন, ১৮৭০, ইংল্যান্ড।
প্রধান উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
What is the ending setting of the novel?
Created: 1 month ago
A
London bridge
B
Marshes
C
Satis House ruins
D
Joe’s forge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয় ধ্বংসপ্রাপ্ত Satis House-এ। এটি প্রতীক—ভাঙা স্বপ্ন ও নতুন আশার মিলন। Dickens এখানে পাঠককে পুনর্মিলন ও ভবিষ্যতের আশার বার্তা দিয়েছেন।

0
Updated: 1 month ago
How does Estella influence Pip's life in Great Expectations?
Created: 2 weeks ago
A
She encourages him to follow his dreams without concern for social class
B
She inspires him to become a gentleman and improves his self-worth
C
She helps him realise the value of true friendship
D
She acts as a moral guide and warns him of the dangers of wealth
Great Expectations এ, ইস্তেলা পিপের জীবনে এক বড় প্রভাব ফেলেছে, যিনি তাকে একজন আসল “জেন্টলম্যান” হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। যদিও ইস্তেলা তার প্রতি অনেকবার অশুভ আচরণ করেছেন, তবে তার কাছে উচ্চতর স্থান লাভের আকাঙ্ক্ষা পিপের মধ্যে থাকে।
পিপ তার ভালোবাসা এবং সামাজিক মর্যাদাকে অর্জন করার জন্য নিজের আত্মবিশ্বাস এবং অবস্থান পরিবর্তন করতে শুরু করে। ইস্তেলা পিপকে তার জীবন এবং তার অন্তর্নিহিত খ্যাতি গঠনের প্রতি একটি বড় প্রেরণা দেয়।

0
Updated: 2 weeks ago
"It was the best of times, it was the worst of times" - This quote is from -
Created: 1 month ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers

0
Updated: 1 month ago