A
in the beginning
B
at the height
C
at the end
D
in the confrontation
উত্তরের বিবরণ
ক্লাইম্যাক্স (Climax)
-
গল্প বা নাটকের ক্লাইম্যাক্স হলো সেই মুহূর্ত যখন ঘটনা সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়।
-
এটি হলো প্লটের “উচ্চ বিন্দু” বা turning point, যেখানে ঘটনার উত্তরণ শেষ হয় এবং পতনের দিকে ধাবিত হয়।
-
গল্পের rising action ক্লাইম্যাক্স পর্যন্ত উত্তেজনা বাড়ায়, আর ক্লাইম্যাক্সের পর falling action শুরু হয়।
সহজভাবে বললে:
ক্লাইম্যাক্স হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর বা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মূল ঘটনার চূড়ান্ত মোড় হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
নাটক Oedipus এ Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
-
বাক্য “He smiles, he laughs and he roars.” এ ক্লাইম্যাক্স হলো বাক্যের শেষ অংশে।
সূত্র: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
If a part of a speech or speech or writing breaks the theme, it is called-
Created: 4 weeks ago
A
pomposity
B
digression
C
exaggeration
D
Anti-climax
অবান্তরতা (Digression)
-
যখন কোনো লেখা বা কথার মাঝে হঠাৎ করে মূল বিষয়বস্তু বা থিম থেকে সরে গিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে অবান্তরতা বলা হয়।
-
এটা এমন এক ধরনের বিচ্যুতি, যেখানে লেখক বা বক্তা মূল প্রসঙ্গ ছেড়ে অন্য একটি প্রসঙ্গে চলে যান, যদিও তা সাময়িক ও আংশিকভাবে সংশ্লিষ্ট হতে পারে।
-
বাংলা অর্থ: মূল বিষয়ের বাইরে চলে যাওয়া; প্রসঙ্গচ্যুতি বা অপ্রাসঙ্গিক কথা বলা।
-
গল্প বলার ক্ষেত্রে এটি একটি কার্যকর কৌশল, যা অনেক সময় অ-কল্পকাহিনী লেখায় বা বক্তৃতায়ও ব্যবহার করা হয়।
বিকল্প শব্দগুলোঃ
• Pomposity (noun)
ইংরেজি অর্থ: অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভঙ্গি; নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করার মনোভাব।
বাংলা অর্থ: দাম্ভিকতা, আত্মম্ভরিতা, আড়ম্বরপূর্ণ আচরণ।
• Exaggeration (noun)
ইংরেজি অর্থ: কোনো কিছু বাস্তবের তুলনায় অতিরিক্ত বড় বা গুরুত্বপূর্ণ করে তুলে ধরা।
বাংলা অর্থ: অতিরঞ্জন, বাড়িয়ে বলা।
• Anti-climax
ইংরেজি অর্থ: এমন একটি ঘটনা যা প্রত্যাশার তুলনায় অনেক কম উত্তেজনাপূর্ণ বা গুরুত্বপূর্ণ, এবং তা আগের কোনো উত্তেজনাকর ঘটনার পরপরই ঘটে।
বাংলা অর্থ: আকস্মিক পতন; উত্থানপর্বের পর হঠাৎ ভাটা পড়া বা গুরুত্বহীন পরিণতি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং অক্সফোর্ড রেফারেন্স।

0
Updated: 4 weeks ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 4 days ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel like
ব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
like
আবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English

0
Updated: 4 days ago
John Smith is good _____ Mathematics. (Fill in the gap)
Created: 1 week ago
A
at
B
in
C
of
D
after
পূর্ণ বাক্য: I am not good at English.
কেন at ব্যবহৃত হলো?
-
দক্ষতা বা অদক্ষতা বোঝাতে সাধারণত good বা bad শব্দের সঙ্গে at ব্যবহৃত হয়।
-
যেমন: good at (কোনো কাজে দক্ষ), bad at (কোনো কাজে দুর্বল)।
উদাহরণ
-
He is good at cricket. → সে ক্রিকেট খেলায় দক্ষ।
-
He is bad at cricket. → সে ক্রিকেট খেলায় দুর্বল।
-
Running is good for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
-
Running is bad for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
-
I am not bad at tennis. → আমি টেনিস খেলায় একেবারে খারাপ নই।
-
He is good at chess. → সে দাবায় দক্ষ।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago