This could have worked if I ___ been more cautious.
A
had
B
have
C
might
D
would
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete Sentence: This could have worked if had I been more cautious.
• Third conditional এর নিয়মানুযায়ী principal clause এ would have/could have/might have থাকলে if clause টি past perfect হয়।
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

0
Updated: 1 month ago
The bad news struck him like a bolt from the________.
Created: 2 months ago
A
sky
B
heavens
C
firmament
D
blue
সঠিক উত্তর: blue
সম্পূর্ণ বাক্য: The bad news struck him like a bolt from the blue.
বাংলা অর্থ: খারাপ খবরটি তাকে হঠাৎ করে খুবই আশ্চর্যের সঙ্গে আঘাত করেছিল।
Bolt from the blue মানে কী?
English Meaning 1: A sudden and unexpected event or news.
Bangla Meaning 1: হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা খবর, যা একদমই অপ্রত্যাশিত।
Example Sentence:
-
The news of his accident was like a bolt from the blue.
-
(তার দুর্ঘটনার খবরটি ছিল একেবারে অপ্রত্যাশিত।)
English Meaning 2: A complete surprise.
Bangla Meaning 2: একদম বিস্ময়কর বা চমকে যাওয়ার মতো কোনো কিছু।
Example Sentence:
-
The job came like a bolt from the blue.
-
(চাকরিটা একেবারে হঠাৎ করেই হয়ে গেল – এটি ছিল খুব বিস্ময়ের বিষয়।)
উৎস: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
Cricket is a kind of play. It is also a kind of _________.
Created: 1 month ago
A
insect
B
food
C
bird
D
flower
Cricket is a kind of play. It is also a kind of insect.
Cricket (খেলা)
-
English Meaning: একটি খেলা যা খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে বল, ব্যাট এবং দুইটি উইকেট ব্যবহার করা হয়। দুই দলের খেলোয়াড় সংখ্যা হয় ১১ জন করে। প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে বেশি রান সংগ্রহ করাই এর মূল উদ্দেশ্য।
-
Bangla Meaning: ক্রিকেট খেলা।
Cricket (পোকা)
-
English Meaning: এটি এক ধরনের পোকা যা ঘাসফড়িং জাতের হলেও পা তুলনামূলক ছোট। পুরুষ পোকার বিশেষত্ব হলো – এরা চিঁ-চিঁ জাতীয় সুরেলা শব্দ উৎপন্ন করে।
-
Bangla Meaning: ঝিঁঝি পোকা।
Source: Bangla Academy – Accessible Dictionary

0
Updated: 1 month ago
What would have happened if__________?
Created: 2 months ago
A
the bridge is broken
B
the bridge would break
C
the bridge had broken
D
the bridge had been broken
সঠিক বাক্য গঠনের জন্য প্রাসঙ্গিক নিয়ম
-
প্রদত্ত বাক্যটি ছিল: "What would have happened if the bridge had been broken?"
-
এটি একটি Third Conditional (বা Perfect Conditional) বাক্যের উদাহরণ।
• Third Conditional বাক্যের কাঠামো অনুযায়ী:
-
যদি If-Clause-এ Past Perfect Tense (had + verb-এর past participle) থাকে, তাহলে Main Clause-এ would have/could have + verb-এর past participle বসে।
-
যদি ঘটনাটি passive voice-এ প্রকাশ পায়, তবে If-Clause-এ ব্যবহার হয়: had been + past participle।
• কাঠামো (Structure):
If + Past Perfect Tense
→ would have/could have + past participle
উদাহরণ:
-
If you had studied, you would have passed.
-
What would have happened if the train had been delayed?
• উল্লেখযোগ্য বিষয়:
-
মূল বাক্যে clause-এর অবস্থান অদল-বদল করা হয়েছে, অর্থাৎ "would have happened" আগে এসেছে এবং "if the bridge had been broken" পরে বসেছে।
-
যেহেতু bridge নিজে নিজে কাজ করে না, এটি একটি passive construction।
-
তাই, "if" clause-টি হবে: If the bridge had been broken, যেখানে had been + broken passive structure নির্দেশ করে।

0
Updated: 2 months ago