'The Merchant of Venice' is a Shakespearean play about-
A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
উত্তরের বিবরণ
‘দ্য মার্চান্ট অফ ভেনিস’
-
The Merchant of Venice হল উইলিয়াম শেক্সপিয়রের একটি ট্র্যাজি-কৌমেডি নাটক।
-
মূল গল্পের কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock, যিনি নগদ ঋণ দিয়ে ব্যবসা চালান।
-
নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রায় ১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Antonio – একজন ভেনিসের ব্যবসায়ী
-
Shylock – ইহুদি মানিলেন্ডার
-
Portia – Antonio’র বন্ধু ও Bassanio’র প্রেমিকা
-
Bassanio – Antonio’র বন্ধু
-
Jessica – Shylock-এর মেয়ে
কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
উৎস: Britannica

0
Updated: 1 month ago
Why does Roderigo follow Iago’s schemes?
Created: 2 months ago
A
He wants wealth
B
He wants revenge on Othello
C
He wants Cassio’s position
D
He wants Desdemona’s love
রডরিগো ডেসডিমোনার প্রেমে অন্ধ হয়ে Iago-র সব কথা মেনে চলে। Iago তার আবেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ আদায় করে এবং ষড়যন্ত্রে ব্যবহার করে। ফলে রডরিগো একপ্রকার ভিকটিম হলেও তার সরলতা নাটকের ট্র্যাজেডি বাড়ায়।

1
Updated: 2 months ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 months ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 months ago
Who
wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’?
Created: 2 months ago
A
Ben Johnson
B
Christopher Marlowe
C
John Dryden
D
William Shakespeare
প্রশ্নে
উল্লিখিত দুটি comedy নাটক 'The Tempest' এবং 'The Mid Summer Night's Dream' এর রচয়িতা
হলেন William Shakespeare | William Shakespeare রচিত আরো কয়েকটি comedy নিম্নরূপ:
•
Merchant of Venice • The Comedy
of Errors • As You Like it • Twelfth Night • All's Well that Ends Well • The Taming of
the Shrew • Much Ado About Nothing • A Midsummer Night's Dream

0
Updated: 2 months ago