A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
উত্তরের বিবরণ
‘দ্য মার্চান্ট অফ ভেনিস’
-
The Merchant of Venice হল উইলিয়াম শেক্সপিয়রের একটি ট্র্যাজি-কৌমেডি নাটক।
-
মূল গল্পের কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock, যিনি নগদ ঋণ দিয়ে ব্যবসা চালান।
-
নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত এবং প্রায় ১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Antonio – একজন ভেনিসের ব্যবসায়ী
-
Shylock – ইহুদি মানিলেন্ডার
-
Portia – Antonio’র বন্ধু ও Bassanio’র প্রেমিকা
-
Bassanio – Antonio’র বন্ধু
-
Jessica – Shylock-এর মেয়ে
কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
উৎস: Britannica

0
Updated: 1 week ago
Why is Cassio dismissed from his position as lieutenant?
Created: 2 weeks ago
A
He disobeys Othello in battle
B
He insults Desdemona
C
He is involved in a drunken fight
D
He betrays Othello to the Turks
Iago কৌশলে Cassio-কে মাতাল করে ঝগড়ায় জড়িয়ে ফেলে। ফলে ওথেলো তাকে পদ থেকে অপসারণ করে। এই ঘটনাই পরবর্তী ষড়যন্ত্রের ভিত্তি গড়ে দেয়, কারণ Cassio ডেসডিমোনার সাহায্য চাইলে ওথেলো ভুল করে ভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।

0
Updated: 2 weeks ago
Why does Albany turn against Goneril and Regan?
Created: 2 weeks ago
A
They insult him publicly
B
They mistreat Lear and commit unjust acts
C
They fail to win the war against France
D
They support Edmund over him
Albany প্রথমে নীরব থাকলেও পরে Goneril ও Regan এর নিষ্ঠুরতা দেখে Lear-এর পক্ষে দাঁড়ায় এবং ন্যায়বিচারের আহ্বান জানায়।

0
Updated: 2 weeks ago
Who wrote the literary work Love's Labour's Lost?
Created: 3 weeks ago
A
William Shakespeare
B
Thomas Gray
C
Alexander Pope
D
Alfred Tennyson
• Love's Labour's Lost
এটি হচ্ছে William Shakespeare এর লেখা 5 acts বিশিষ্ট একটি comedy.
এই নাটকটি শেকসপিয়রের প্রাথমিক কমেডিগুলির মধ্যে একটি এবং এর মূল থিম হলো প্রেম, ভাষা এবং সামাজিক সম্পর্ক।
- এটি সম্ভবত ১৫৮৮ এবং ১৫৯৭ সালের মধ্যে লেখা হয়, তবে বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন যে এটি ১৫৯০-এর দশকের প্রারম্ভিক সময়ে লেখা হয়েছে।
• নাটকটির কাহিনী revolves around কিং ফারাদান এবং তার তিন বন্ধুর চারপাশে, যারা সিদ্ধান্ত নেন যে তারা তিন বছরের জন্য কোনো নারী সংস্পর্শে আসবেন না, যাতে তারা শুধুমাত্র অধ্যয়ন এবং আত্ম-উন্নতির দিকে মনোযোগ দেন। কিন্তু যখন তারা রাজকুমারী বেহরাম এবং তার সঙ্গী নারীদের সাথে সাক্ষাৎ করেন, তারা প্রেমে পড়ে যান এবং তাদের সিদ্ধান্ত বিপর্যস্ত হয়।
• William Shakespeare ( 23 April 1564 - 23 April 1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare মোট ৩৭ টি নাটক এবং ১৫৪ টি সনেট লিখেন।

0
Updated: 3 weeks ago