The poem 'The Solitary Reaper' is written by-
A
W. H. Auden
B
W. Wordsworth
C
W.B. Yeats
D
Ezra Pound
উত্তরের বিবরণ
The Solitary Reaper
-
রচয়িতা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)
-
প্রকাশকাল: ১৮০৭
-
বাংলা অর্থ: একাকী শস্যচ্ছেদক (ফসল কাটার কাজ করা একাকী নারী)
-
কবিতার বিষয়বস্তু: কবিতায় একজন তরুণী মেয়েকে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি পরিবেশে একাকী শস্য কাটতে দেখা যায়। কাজের সঙ্গে সঙ্গে সে একটি মর্মস্পর্শী গান গুনগুনাচ্ছে, যা কবিকে গভীরভাবে ছুঁয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (1770–1850)
-
রোমান্টিক যুগের একজন বিশিষ্ট কবি।
-
প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতার জন্য তিনি পরিচিত।
-
সাধারণত “Poet of Nature” নামে খ্যাত।
-
বিখ্যাত কবিতা:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago
Which feature best describes Wordsworth’s poetry style?
Created: 1 month ago
A
Use of heroic couplets and satire
B
Use of simple language and common life themes
C
Use of classical mythology and epics
D
Use of complex allegories and symbolism
Wordsworth বিশ্বাস করতেন কবিতা সাধারণ মানুষের বোঝার মতো ভাষায় লেখা উচিত। তাই তিনি সরল, প্রাকৃতিক ভাষা ব্যবহার করতেন এবং কবিতার বিষয়বস্তু হিসেবে কৃষক, রাখাল, শিশু ও গ্রামীণ জীবনের সাধারণ ঘটনা বেছে নিতেন। তাঁর কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ফুটে ওঠে। এই সরলতা ও মানবিকতা তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago
What does Wordsworth mean by “intimations of immortality”?
Created: 1 week ago
A
A fear of death
B
A belief that childhood memories remind us of a divine existence before birth
C
A reference to life after death
D
A philosophical argument against nature
কবিতার পূর্ণ নাম "Ode: Intimations of Immortality from Recollections of Early Childhood" সরাসরি এর মূল ভাবনা প্রকাশ করে। এখানে "Intimations" শব্দের অর্থ হলো ইঙ্গিত, আভাস বা ক্ষীণ চিহ্ন, আর "Immortality" বলতে বোঝানো হয়েছে আত্মার চিরন্তন, দিব্য স্বভাব, বিশেষত জন্মের আগে এক স্বর্গীয় অবস্থায় তার অস্তিত্ব। Wordsworth-এর বিশ্বাস ছিল যে শৈশবে মানুষ তার ঐশ্বরিক উৎসের কাছাকাছি থাকে এবং তখনও সেই অমর, মহিমান্বিত অবস্থার ক্ষীণ আভাস অনুভব করতে পারে। শৈশবের সেই স্মৃতিগুলো আত্মার প্রকৃত, চিরন্তন স্বভাবের ইঙ্গিত বহন করে। তবে পৃথিবীর জীবন যখন ধীরে ধীরে আমাদের চারপাশে “prison-house” এর মতো ঘিরে ধরে, তখন আমরা বস্তুজগতে নিমগ্ন হয়ে সেই আধ্যাত্মিক সংযোগ হারাতে থাকি। এই ধারণা মৃত্যুভয়, মৃত্যুর পরের জীবন বা প্রকৃতির বিরুদ্ধে কোনো বক্তব্য নয়, বরং শৈশবের নিষ্পাপতা ও দূরদৃষ্টির ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরীয় অতীতের স্মৃতি ও তার স্থায়ী উপস্থিতি প্রকাশ করে।
-
শৈশবকে আত্মার দেবীয় উৎসের সাথে সংযুক্ত অবস্থান হিসেবে দেখানো হয়েছে।
-
শিশু বয়সে মানুষ এখনও দিব্য জগতের আভাস বা visionary capacity ধরে রাখে।
-
আত্মার অমরত্বের ধারণা জন্মের আগের স্বর্গীয় অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে।
-
বয়স বাড়ার সাথে সাথে পার্থিব দায়িত্ব ও অভ্যাস মানুষের সেই ঐশ্বরিক সংযোগকে আচ্ছন্ন করে ফেলে।
-
কবি স্মৃতি ও আভাসের মাধ্যমে আত্মার প্রকৃত চিরন্তন অবস্থানকে মনে করিয়ে দেন।
-
কবিতায় শিশুর নিষ্পাপতা ও আধ্যাত্মিক স্পষ্টদৃষ্টি মানব জীবনের গভীর আধ্যাত্মিক সত্য উন্মোচনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 week ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 1 month ago