'Frailty thy name is woman'- is a famous dialogue from.
A
Christopher Marlowe
B
John Webstar
C
W. Shakespeare
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
“Frailty, thy name is woman” – Shakespeare
-
এটি উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় উক্তি, যা তাঁর ট্র্যাজেডি ‘Hamlet’ থেকে নেওয়া।
-
এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেন, এবং এটি নাটকের প্রথম soliloquy-এর অংশ।
-
এখানে Hamlet মূলত তার মায়ের তৃতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং সমগ্র নারী জাতিকে দুর্বল ও ভঙ্গুর চরিত্রযুক্ত হিসেবে দেখান।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লেখক: উইলিয়াম শেক্সপিয়ার
-
রচনার সময়: ১৫৯৯–১৬০১
-
প্রকাশ: ১৬০৩
-
আকৃতি: ৫টি অধ্যায় বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী: ডেনমার্কের রাজকুমার Hamlet তার বাবার মৃত্যুর পর জার্মানি থেকে দেশে ফিরে আসে। তিনি জানতে পারেন যে তার চাচা Claudius তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করেছে। নাটকটি মূলত Hamlet-এর প্রতিশোধ ও মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে।
Hamlet-এর কিছু জনপ্রিয় উক্তি:
-
“To be, or not to be, that is the question”
-
“Brevity is the soul of wit”
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend”
-
“There is divinity that shapes our end”
প্রধান চরিত্রসমূহ:
-
Hamlet
-
Claudius
-
Gertrude
-
Ophelia
-
Horatio
-
Polonius
উৎস: Britannica and SparkNotes.com

0
Updated: 1 month ago
The team is ___ eleven players.
Created: 2 months ago
A
made of
B
made up of
C
made up
D
made
শূন্যস্থানে সঠিক শব্দ হবে — made up of
🔹 সম্পূর্ণ বাক্য: The team is made up of eleven players.
Made up of একটি phrasal verb, যার অর্থ হলো "গঠিত হওয়া" বা "consist" হওয়া।
নিচে আরও কিছু সংশ্লিষ্ট বাক্য ও তাদের ব্যবহার দেওয়া হলো:
◾ Make of — কোনো বস্তুর সরাসরি উপাদান বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: The table is made of wood.
(টেবিলটি কাঠ দিয়ে সরাসরি তৈরি।)
◾ Make up — এটি প্রায়শই সিদ্ধান্ত গ্রহণ বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: She has not made up her mind.
(সে এখনও সিদ্ধান্ত নেয়নি।)
◾ Make from — এক রকম উপাদান থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে কিছু তৈরি হওয়া বোঝায়।
উদাহরণ: Paper is made from wood.
(কাগজ কাঠ থেকে রূপান্তরিত হয়ে তৈরি।)
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 2 months ago
I have read the book ____ you lent me.
Created: 3 months ago
A
that
B
whom
C
whose
D
what
🔹 বাক্যের শুন্যস্থানে বসবে একটি relative pronoun, যা "book" নামক জড় বস্তুকে নির্দেশ করে।
🔹 জড় বস্তু বা বস্তুবাচক পদার্থ নির্দেশ করতে সাধারণত "that" ব্যবহৃত হয়।
🔹 যদি বস্তুটি পরিচিত হয়, তবে "that" ব্যবহৃত হয়; আর অজানা বা অচেনা বস্তু বোঝাতে "what" ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
He gave me what I needed.
-
He gave me the book that I was looking for.
🔹 "whose" এবং "whom" ব্যক্তিবাচক সর্বনাম—এগুলো কেবল মানুষের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
সুতরাং, প্রদত্ত বাক্যের শুন্যস্থানটি পূরণ করতে "that"-ই উপযুক্ত pronoun।
✅ সম্পূর্ণ বাক্যটি হবে:
I have read the book that you lent me.

0
Updated: 3 months ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 2 months ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 2 months ago