A
Christopher Marlowe
B
John Webstar
C
W. Shakespeare
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
“Frailty, thy name is woman” – Shakespeare
-
এটি উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় উক্তি, যা তাঁর ট্র্যাজেডি ‘Hamlet’ থেকে নেওয়া।
-
এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেন, এবং এটি নাটকের প্রথম soliloquy-এর অংশ।
-
এখানে Hamlet মূলত তার মায়ের তৃতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং সমগ্র নারী জাতিকে দুর্বল ও ভঙ্গুর চরিত্রযুক্ত হিসেবে দেখান।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লেখক: উইলিয়াম শেক্সপিয়ার
-
রচনার সময়: ১৫৯৯–১৬০১
-
প্রকাশ: ১৬০৩
-
আকৃতি: ৫টি অধ্যায় বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী: ডেনমার্কের রাজকুমার Hamlet তার বাবার মৃত্যুর পর জার্মানি থেকে দেশে ফিরে আসে। তিনি জানতে পারেন যে তার চাচা Claudius তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করেছে। নাটকটি মূলত Hamlet-এর প্রতিশোধ ও মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে।
Hamlet-এর কিছু জনপ্রিয় উক্তি:
-
“To be, or not to be, that is the question”
-
“Brevity is the soul of wit”
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend”
-
“There is divinity that shapes our end”
প্রধান চরিত্রসমূহ:
-
Hamlet
-
Claudius
-
Gertrude
-
Ophelia
-
Horatio
-
Polonius
উৎস: Britannica and SparkNotes.com

0
Updated: 1 week ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 1 month ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - is
বাক্য: He as well as his parents is spending vacation abroad.
ব্যাখ্যা:
“As well as” দিয়ে দুইটি বিষয় যুক্ত হলেও verb শুধুমাত্র “as well as” এর আগে থাকা subject অনুযায়ী হয়।
এই বাক্যে “He” হলো মূল subject, যা একবচন (singular)। তাই verb-ও একবচন হতে হবে।
অর্থাৎ, verb হবে “He” অনুযায়ী, তাই এখানে “is” ব্যবহার করা হবে।
বাক্য গঠন:
He (একবচন) + as well as + his parents (বহুবচন) + singular verb (is)।
অর্থাৎ, verb “He” এর মতো singular হবে।
অন্য অপশনগুলো কেন সঠিক নয়
-
are — এটি বহুবচন verb, কিন্তু “He” singular হওয়ায় এটি ব্যবহার হবে না।
-
will — এটি modal verb, কিন্তু এখানে Present Continuous (is spending) দরকার।
-
can — এটিও modal verb, এখানে সময়ের সাথে মেলেনা।

0
Updated: 1 month ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 4 days ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 4 days ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 month ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago