A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
উত্তরের বিবরণ
প্রবাদ বাক্য: A Stitch in time saves nine
বাংলা অর্থ: সময়মতো একটু যত্ন নিলে বড় সমস্যা এড়ানো যায়। (সরাসরি: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়)
ইংরেজি অর্থ: এটি বোঝাতে ব্যবহৃত হয় যে ছোট একটি সমস্যাকে শুরুতেই ঠিক করা ভালো, যাতে তা বড় সমস্যায় পরিণত না হয়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে কাজ বা সমস্যাকে সময়মতো সমাধান করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ, সময়মতো ব্যবস্থা নিলে পরবর্তীতে বড় ঝামেলা এড়ানো যায়।
উদাহরণ বাক্য: It seems that something is wrong with my car; it’s better to get it checked now, as a stitch in time saves nine.
সূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
_________________ before the guests arrived.
Created: 1 week ago
A
I have cooked the meal
B
I had cooked the meal
C
I will cook the meal
D
I cook the meal
Past Perfect Tense Rule
-
অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে, সেটি Past Perfect Tense এ হয়।
-
পরে ঘটে যাওয়া ঘটনা Past Indefinite (Past Simple) Tense এ হয়।
-
সাধারণত before / after এর সঙ্গে Past Perfect ব্যবহার করা হয়:
-
Before → আগে ঘটে যাওয়া ঘটনা = Past Perfect
-
After → পরে ঘটে যাওয়া ঘটনা = Past Indefinite
-
Example
Sentence | Tense Explanation |
---|---|
I had cooked the meal before the guests arrived. ✅ | had cooked = Past Perfect (আগে ঘটে গেছে), arrived = Past Indefinite |
I shall have done the sum before he comes. | Future Perfect + Present Indefinite (ভবিষ্যৎ ক্ষেত্রে) |
Incorrect Options
-
I have cooked the meal ❌
-
Present Perfect; বর্তমানে ফলাফল বোঝায়, অতীতে নির্দিষ্ট সময়ের আগে ঘটেছে বোঝায় না।
-
-
I will cook the meal ❌
-
Future Tense; ভবিষ্যতের কথা বোঝায়।
-
-
I cook the meal ❌
-
Present Indefinite; অভ্যাস বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায় না।
-
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
Your conduct admits ________ no excuse.
Created: 1 month ago
A
to
B
for
C
of
D
at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Your conduct admits of no excuse.
• Admit of (phrasal verb)
English Meaning: to allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
Example:
1. Your conduct admits of no excuse.
2. A question that admits of two possible answers.
• Admit to (phrasal verb)
English Meaning: admitted to; admitting to; admits to.
Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।
Example:
1. He reluctantly admitted to knowing her.
2. He admitted to his guilt.
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
They travelled to Savar __________.
Created: 1 month ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 1 month ago