A
Morphology
B
Etymology
C
Syntax
D
Semantics
উত্তরের বিবরণ
Syntax: ইংরেজি ব্যাকরণে Syntax বলতে বোঝায় ― কোনো বাক্যে শব্দ ও ফ্রেজ কীভাবে সাজানো হবে যাতে একটি সঠিক ও অর্থপূর্ণ বাক্য তৈরি হয়।
-
Morphology: এটি হলো শব্দের গঠন বা শব্দ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে অধ্যয়ন।
-
Etymology: কোনো শব্দের উৎস কোথা থেকে এসেছে এবং সময়ের সাথে সাথে তার অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে গবেষণা।
-
Semantics: শব্দ, ফ্রেজ, বাক্য বা পুরো টেক্সটের অর্থ বোঝার শাখা।
Source: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago
Choose the correct preposition. The tree has been blown ______ by the storm.
Created: 1 month ago
A
away
B
up
C
off
D
out
এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে) বা উপড়ে ফেলা শূন্যস্থানে away বসবে।
Complete sentence: The tree has been blown away by the storm.
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া
English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।
English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.
• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.
• Blow off
English Meaning:
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The romantic age in English literature began with the publication of ___
Created: 1 week ago
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
The exam was a piece of cake.
What is the meaning of the phrase piece of cake?
Created: 2 weeks ago
A
Something that is predictable.
B
Something that is unpredictable.
C
Something that is very difficult to do.
D
Something that is very easy to do.
Correct Answer
Meaning: Something that is very easy to do ✅
Explanation:
-
Bangla Meaning: খুবই সহজ, সহজলভ্য, প্রীতিকর বস্তু বা ব্যাপার।
-
English Meaning: Something that is very easy to do.
Example Sentences:
-
The instructions were confusing, but assembling the furniture was a piece of cake.
-
After practicing all week, the piano recital was a piece of cake.

0
Updated: 2 weeks ago