The romantic age in English literature began with the publication of ___
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
উত্তরের বিবরণ
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
He insisted _____ there. (Fill in the gap)
Created: 1 month ago
A
on my going
B
is to go
C
over going
D
to go
Complete Sentence Example:
-
He insisted on my going there.
ব্যাখ্যা: Insist on / Insist upon / Insist on doing something
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা কড়া দাবী করা, এমনকি যদি অন্যরা বিরক্ত হয় বা মনে করে সেটা আপনার জন্য ঠিক নয়।
-
ব্যবহার: insist on / upon এর পরে verb-এর -ing ফর্ম লাগে।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
-
He insisted on seeing her.
উৎস: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 month ago
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
Created: 2 months ago
A
hyperbole
B
interrogation
C
command
D
wonder
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses - wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।
- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
- এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।
• উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি শাইলকের চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। শাইলক একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 2 months ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 month ago