Teacher said, 'The earth ____ round the sun.'
A
moves
B
moved
C
has moved
D
will be moving
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - moves
- Complete sentence: Teacher said, 'The earth moves round the sun'.
• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'moves'.

0
Updated: 1 month ago
I took a map with me, as I didn't want to _____ my way on the journey.
Created: 2 months ago
A
loose
B
lose
C
lost
D
loss
• সঠিক শব্দ lose শূন্যস্থানে বসবে।
-
সম্পূর্ণ বাক্য: I took a map with me, as I didn't want to lose my way on the journey.
-
বাংলা অর্থ: আমি আমার সঙ্গে একটি মানচিত্র নিয়েছিলাম, কারণ আমি যাত্রাপথে নিজের দিক হারাতে চাইনি।
• to-এর পর মূল verb-এর Present form বসে।
-
এখানে lose একটি verb, যার অর্থ হারিয়ে ফেলা বা মৃত্যুবরণ করা, যা এই বাক্যের প্রেক্ষাপটে যথাযথ।
• অন্য শব্দগুলোর ব্যবহার:
ক) loose (adjective/verb): অর্থ ঢিলা, বাঁধনহীন, মুক্ত বা ছাড়া দেওয়া—এই বাক্যে প্রাসঙ্গিক নয়।
খ) lost: এটি lose এর past tense ও past participle, যা এখানে প্রয়োজনীয় নয় কারণ বাক্যটি একটি নির্দিষ্ট grammatically structured expression ব্যবহার করছে।
গ) loss (noun): এর অর্থ ক্ষতি, হানি, বা লোকসান—এটি একটি noun এবং ক্রিয়ার জায়গায় ব্যবহার করা যায় না।
তথ্যসূত্র:
বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary

0
Updated: 2 months ago
She told me his name after he ___.
Created: 2 months ago
A
left
B
had left
C
has left
D
has been leaving
সঠিক উত্তর: had left
সম্পূর্ণ বাক্য: She told me his name after he had left.
ব্যাকরণগত ব্যাখ্যা
যেহেতু "after" এর আগের অংশে Past Indefinite Tense ব্যবহার করা হয়েছে ("she told"), তাই "after"–এর পরের অংশে Past Perfect Tense ব্যবহার করা হবে ("he had left")। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
নিয়ম:
-
যদি "after"–এর পূর্ববর্তী অংশ Past Indefinite হয়, তবে পরবর্তী অংশে Past Perfect Tense ব্যবহৃত হবে।
-
অন্যদিকে, যদি "after"–এর আগের অংশ Present Indefinite অথবা Future Indefinite হয়, তবে পরের অংশে Present Perfect Tense ব্যবহার করতে হয়।
স্ট্রাকচারগুলো হতে পারে:
-
Past Indefinite + after + Past Perfect
-
After + Past Perfect + Past Indefinite
-
Present Indefinite / Future Indefinite + after + Present Perfect
উদাহরণ:
-
The train left after he had reached the station.
-
I come after he has come.
-
I will come after you have come.

0
Updated: 2 months ago
There are ____ dangerous drivers.
Created: 3 months ago
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 3 months ago