Shakespeare's 'Measure for Measure' is a successful ___
A
tragedy
B
comedy
C
tragi-comedy
D
melodrama
উত্তরের বিবরণ
"Measure for Measure"
উইলিয়াম শেক্সপিয়রের লেখা "Measure for Measure" নাটকটি সাধারণভাবে Tragi-comedy হিসেবে বিবেচিত হয়।
-
এতে ন্যায়বিচার, নৈতিকতা এবং যৌন ভণ্ডামির মতো গুরুত্বপূর্ণ ও গম্ভীর বিষয় আলোচনা করা হয়েছে, যা মূলত ট্র্যাজেডির বৈশিষ্ট্য।
-
তবে এর মধ্যে আবার কৌতুকময় উপাদান যেমন বুদ্ধিদীপ্ত শব্দ খেলা, ভুল পরিচয় এবং হাস্যকর পরিস্থিতি আছে, যা কমেডির বৈশিষ্ট্য।
-
নাটকের সমাপ্তিও স্পষ্টভাবে সুখকর বা দুঃখজনক নয়। কেউ তাদের অপরাধের শাস্তি পায়, আবার কেউ পুরস্কৃত হয়। এই ধরনের দ্ব্যর্থক বা অস্পষ্ট সমাপ্তি ট্র্যাজিকমেডির বৈশিষ্ট্য।
-
অর্থাৎ, এটি ট্র্যাজেডি এবং কমেডি—দুটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে।
সুতরাং, "Measure for Measure" কে Tragi-comedy বলা হয়।

0
Updated: 1 month ago
How many plays did William Shakespeare write?
Created: 2 months ago
A
27
B
127
C
158
D
37
William Shakespeare
-
তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও কবি।
-
তাঁর জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে, Stratford-upon-Avon শহরে।
-
মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
সাহিত্যকর্ম:
-
Shakespeare মোট ৩৭টি নাটক লিখেছেন, যা তাঁর সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
-
এই নাটকগুলোকে Comedy (হাস্যরসাত্মক), Tragedy (বিয়োগান্তক) এবং Historical Play (ঐতিহাসিক নাটক) হিসেবে ভাগ করা হয়েছে।
-
এছাড়াও তিনি ১৫৪টি Sonnet বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন।
উপাধি ও স্বীকৃতি:
-
William Shakespeare-কে বলা হয় "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time"।
-
বিখ্যাত লেখক Dr. Samuel Johnson তাঁকে "Poet of Human Nature" নামে অভিহিত করেছেন।

1
Updated: 2 months ago
“I am a man more sinned against than sinning.” — কে বলেছেন?
Created: 2 months ago
A
Gloucester
B
Lear
C
Kent
D
Albany
Lear ঝড়ের মধ্যে এই কথা বলে বোঝান যে, তিনি যতটা অন্যায় করেছেন, তার চেয়ে বেশি অন্যায়ের শিকার হয়েছেন। এটি তার আত্মদুঃখ ও অন্যদের বিশ্বাসঘাতকতার প্রতিফলন।

1
Updated: 2 months ago
Why does Roderigo follow Iago’s schemes?
Created: 2 months ago
A
He wants wealth
B
He wants revenge on Othello
C
He wants Cassio’s position
D
He wants Desdemona’s love
রডরিগো ডেসডিমোনার প্রেমে অন্ধ হয়ে Iago-র সব কথা মেনে চলে। Iago তার আবেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ আদায় করে এবং ষড়যন্ত্রে ব্যবহার করে। ফলে রডরিগো একপ্রকার ভিকটিম হলেও তার সরলতা নাটকের ট্র্যাজেডি বাড়ায়।

1
Updated: 2 months ago