A
tragedy
B
comedy
C
tragi-comedy
D
melodrama
উত্তরের বিবরণ
"Measure for Measure"
উইলিয়াম শেক্সপিয়রের লেখা "Measure for Measure" নাটকটি সাধারণভাবে Tragi-comedy হিসেবে বিবেচিত হয়।
-
এতে ন্যায়বিচার, নৈতিকতা এবং যৌন ভণ্ডামির মতো গুরুত্বপূর্ণ ও গম্ভীর বিষয় আলোচনা করা হয়েছে, যা মূলত ট্র্যাজেডির বৈশিষ্ট্য।
-
তবে এর মধ্যে আবার কৌতুকময় উপাদান যেমন বুদ্ধিদীপ্ত শব্দ খেলা, ভুল পরিচয় এবং হাস্যকর পরিস্থিতি আছে, যা কমেডির বৈশিষ্ট্য।
-
নাটকের সমাপ্তিও স্পষ্টভাবে সুখকর বা দুঃখজনক নয়। কেউ তাদের অপরাধের শাস্তি পায়, আবার কেউ পুরস্কৃত হয়। এই ধরনের দ্ব্যর্থক বা অস্পষ্ট সমাপ্তি ট্র্যাজিকমেডির বৈশিষ্ট্য।
-
অর্থাৎ, এটি ট্র্যাজেডি এবং কমেডি—দুটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে।
সুতরাং, "Measure for Measure" কে Tragi-comedy বলা হয়।

0
Updated: 1 week ago
What is Prospero’s final request to the audience in the Epilogue?
Created: 2 weeks ago
A
To punish Antonio
B
To crown Miranda
C
To free him with applause
D
To honor Caliban
Epilogue-এ Prospero দর্শকদের উদ্দেশ্যে বলে যে তার জাদু শেষ, এখন তাদের করতালিই তাকে মুক্তি দিতে পারে। এটি নাটকের ভেতরে চরিত্রের অনুরোধ হলেও আসলে শেকসপিয়ারের নাট্যরীতি, যেখানে দর্শকের অনুমোদনই নাটকের সমাপ্তি ঘটায়।

1
Updated: 2 weeks ago
Why does Hamlet apologize to Laertes before the duel?
Created: 2 weeks ago
A
To avoid fighting
B
To confess his guilt
C
To blame his madness for past actions
D
To gain Laertes’s trust
Hamlet দ্বন্দ্বযুদ্ধের আগে Laertes-এর কাছে ক্ষমা চেয়ে বলে যে Polonius-কে হত্যা ও Ophelia-কে কষ্ট দেওয়া তার পাগলামির কারণে হয়েছে। এই ক্ষমাপ্রার্থনা নাটকের মানবিক ও নৈতিক জটিলতাকে স্পষ্ট করে।

0
Updated: 2 weeks ago
What does Lady Macbeth repeatedly try to wash from her hands while sleepwalking?
Created: 2 weeks ago
A
Blood
B
Dirt
C
Ink
D
Water
লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যে বারবার হাত ধুতে থাকে, যেন অদৃশ্য রক্ত মুছে ফেলতে চায়। এটি তার অপরাধবোধ ও মানসিক ভাঙনের প্রতীক। রাজা ডানকানকে হত্যার পর তার অন্তরের যন্ত্রণা ও অপরাধবোধ এই দৃশ্যে স্পষ্টভাবে প্রকাশ পায়।

0
Updated: 2 weeks ago