John Smith is good _____ Mathematics. (Fill in the gap)
A
at
B
in
C
of
D
after
উত্তরের বিবরণ
পূর্ণ বাক্য: I am not good at English.
কেন at ব্যবহৃত হলো?
-
দক্ষতা বা অদক্ষতা বোঝাতে সাধারণত good বা bad শব্দের সঙ্গে at ব্যবহৃত হয়।
-
যেমন: good at (কোনো কাজে দক্ষ), bad at (কোনো কাজে দুর্বল)।
উদাহরণ
-
He is good at cricket. → সে ক্রিকেট খেলায় দক্ষ।
-
He is bad at cricket. → সে ক্রিকেট খেলায় দুর্বল।
-
Running is good for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
-
Running is bad for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
-
I am not bad at tennis. → আমি টেনিস খেলায় একেবারে খারাপ নই।
-
He is good at chess. → সে দাবায় দক্ষ।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
The film was directed in the director's usual ___ style.
Created: 1 month ago
A
confusion
B
idiosyncratic
C
personifying
D
purifying
অপশন অনুযায়ী শব্দগুলোর অর্থ:
ক) confusion
-
ইংরেজি অর্থ: Uncertainty about what is happening, intended, or required.
-
বাংলা অর্থ: বিভ্রান্তি; গোলমাল; অজানা পরিস্থিতিতে দ্বিধা; সিদ্ধান্তহীন অবস্থা।
খ) idiosyncratic
-
ইংরেজি অর্থ: relating to idiosyncrasy; peculiar or individual.
-
বাংলা অর্থ: ব্যক্তির নিজস্ব স্বভাব বা অনন্য বৈশিষ্ট্য; স্বতন্ত্র চিন্তাভাবনা বা আচরণ।
গ) personifying
-
ইংরেজি অর্থ: represent (a quality or concept) by a figure in human form.
-
বাংলা অর্থ: মানব আকারে কোনো গুণ বা ধারণা প্রকাশ করা; ব্যক্তিত্বপূর্ণ করা।
ঘ) purifying
-
ইংরেজি অর্থ: extract something from.
-
বাংলা অর্থ: বিশুদ্ধ করা; অশুদ্ধি দূর করা।
সঠিক শব্দ নির্বাচন:
উপরের অর্থগুলো অনুযায়ী, শূন্যস্থানে “idiosyncratic” শব্দটি বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
Complete sentence: The film was directed in the director's usual idiosyncratic style.
-
বাংলা অর্থ: ছবিটি পরিচালকের নিজস্ব অনন্য এবং বৈশিষ্ট্যপূর্ণ শৈলীতে পরিচালিত হয়েছিল।
সূত্র: Oxford Learner's Dictionary

0
Updated: 1 month ago
The children studied in a class room ____ windows were never opened.
Created: 3 months ago
A
that
B
which
C
where
D
whose
সম্পূর্ণ বাক্য:
The children studied in a classroom whose windows were never opened.
বাংলা অর্থ:
শিশুরা এমন একটি ক্লাসরুমে পড়াশোনা করেছিল, যার জানালা কখনোই খোলা হয়নি।
Relative Pronoun ব্যাখ্যা:
-
দুটি বাক্য একত্রিত করার জন্য relative pronoun যেমন who, which, whose, whom, that ইত্যাদি ব্যবহার করা হয়।
-
এখানে প্রথম বাক্যের অর্থ হলো: শিশুরা একটি ক্লাসরুমে পড়াশোনা করছিল।
-
দ্বিতীয় বাক্যের অর্থ হলো: জানালা কখনোই খোলা হয়নি।
-
যেহেতু জানালা ক্লাসরুমের মালিকানাধীন (possessive relationship), তাই relative pronoun হিসেবে ‘whose’ ব্যবহার করতে হবে।
-
‘whose’ নির্দেশ করে কার/কোন বস্তু বা ব্যক্তির মালিকানা বা সম্পর্ক।
-
তাই ‘whose windows’ দিয়ে বোঝানো হয় সেই ক্লাসরুম যার জানালা খোলা হয়নি।
-
এভাবে দুটি বাক্য যুক্ত হয়ে অর্থবোধক ও প্রাঞ্জল একটি বাক্য রচিত হয়।

0
Updated: 3 months ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 1 month ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।

0
Updated: 1 month ago