A
at
B
in
C
of
D
after
উত্তরের বিবরণ
পূর্ণ বাক্য: I am not good at English.
কেন at ব্যবহৃত হলো?
-
দক্ষতা বা অদক্ষতা বোঝাতে সাধারণত good বা bad শব্দের সঙ্গে at ব্যবহৃত হয়।
-
যেমন: good at (কোনো কাজে দক্ষ), bad at (কোনো কাজে দুর্বল)।
উদাহরণ
-
He is good at cricket. → সে ক্রিকেট খেলায় দক্ষ।
-
He is bad at cricket. → সে ক্রিকেট খেলায় দুর্বল।
-
Running is good for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
-
Running is bad for you. → দৌড়ানো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
-
I am not bad at tennis. → আমি টেনিস খেলায় একেবারে খারাপ নই।
-
He is good at chess. → সে দাবায় দক্ষ।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago
I don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
Created: 1 month ago
A
to help
B
help
C
helping
D
for helping
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: helping
- পূর্ণ বাক্যটি হবে: I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
• কিছু বিশেষ verb এবং preposition-এর পরে যখন আরেকটি verb বসে, তখন সেই verb-টি "ing" ফর্মে বসে।
এই ধরনের verb গুলোর মধ্যে আছে: mind, worth, can't help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition।
• উদাহরণস্বরূপ, "mind" শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় এবং তার পরে কোনো কাজ বোঝানো হয়, তবে সেই কাজটি verb-এর present form-এ "ing" যোগ করে লিখতে হয়।
• এই ক্ষেত্রে গঠন বা structure হবে:
Subject + mind + verb + ing + object
উদাহরণ:
-
She doesn’t mind working late.
-
Would you mind opening the window?

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 1 month ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 1 month ago
Credit tk 5000 ___ my account.
Created: 1 week ago
A
in
B
with
C
against
D
to
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 week ago