A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
উত্তরের বিবরণ
David Copperfield (Charles Dickens রচিত উপন্যাস)
-
David Copperfield ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens-এর লেখা একটি উপন্যাস। তাই একে ভিক্টোরিয়ান উপন্যাস হিসেবে ধরা হয়।
-
উপন্যাসটির পূর্ণ নাম The Personal History of David Copperfield। এটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৫০ সালে বই আকারে বের হয়।
-
Dickens নিজে মনে করতেন, এটি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাই তিনি উপন্যাসটিকে আখ্যা দিয়েছিলেন তাঁর “favorite child.”
-
কাহিনীর অনেক অংশই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। অর্থাৎ, এটি একটি semi-autobiographical (আত্মজীবনীমূলক) উপন্যাস। গল্পের সময়কাল রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিকের সময়কে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ
-
David Copperfield
-
Uriah Heep
-
Peggotty
-
James Steerforth
-
Wilkins Micawber
-
Edward Murdstone
-
Aunt Betsey Trotwood
-
Dora Spenlow প্রমুখ
লেখক Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
-
মৃত্যু: ৯ জুন ১৮৭০
-
ছদ্মনাম: “Boz”
-
ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত।
তার উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times ইত্যাদি
তথ্যসূত্র: Encyclopaedia Britannica এবং Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
Created: 2 weeks ago
A
in
B
over
C
by
D
On
Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by.
Complete sentence: Noureen will discuss the issue with Nasir by phone.
• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago
Choose the correct meaning of the following words Gullible
Created: 1 month ago
A
foolish
B
willing to believe anything or anyone
C
simple
D
easily deceived
Gullible (Adjective)
English Meaning:
Someone who is easily fooled or misled due to their trusting nature.
Bangla Meaning:
সহজে ঠকানো বা ধোঁকা দেওয়া যায় এমন ব্যক্তি; বিশ্বাসপ্রবণ।
Synonyms (সমার্থক শব্দ)
-
Credulous (সরল বিশ্বাসী)
-
Impressionable (সহজে প্রভাবিত হয় এমন)
-
Naïve (অভিজ্ঞতাহীন, সাদাসিধা)
-
Unwary (সতর্কতার অভাবে প্রতারিত হওয়া সম্ভাব্য)
-
Credible (যাকে সহজে বিশ্বাস করা যায়)
Antonyms (বিপরীত শব্দ)
-
Cynical (কোনো কিছুর প্রতি অবিশ্বাসী, সন্দেহপ্রবণ)
-
Suspicious (সন্দেহজনক বা সন্দেহপ্রবণ)
-
Taunting (বিদ্রূপমূলক)
-
Fishy (সন্দেহজনক)
-
Mistrustful (আস্থাহীন বা সন্দিগ্ধ)
Other Forms
-
Gullibility (noun) — বিশ্বাসপ্রবণতা, সহজে প্রতারিত হওয়ার মানসিকতা
-
Gull (verb) — প্রতারণা করা, ধোঁকা দেওয়া
-
Gull (noun) — একধরনের সামুদ্রিক পাখি, যেমন: শঙ্খচিল
-
Gullibly (adverb) — সরলভাবে বা অতিরিক্ত বিশ্বাস করে
Example Sentences
-
So many gullible individuals tend to accept everything they find on the internet without questioning it.
-
Back then, she was too gullible and blindly in love.

0
Updated: 1 month ago
He gave up ____ football when he got married.
Created: 1 month ago
A
to play
B
playing
C
play
D
of playing
সাধারণত, যখন দুটি verb একসাথে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি সাধারণত verb + ing রূপে ব্যবহৃত হয়।
-
তাছাড়া, কোনো preposition এর পরেও verb + ing যুক্ত শব্দ বা gerund বসে থাকে।
• তাই এই কারণে সঠিক উত্তর হবে: playing
সম্পূর্ণ বাক্য: He gave up playing football when he got married.
• “Give up” এর পর সাধারণত verb + ing যুক্ত রূপ ব্যবহৃত হয়। কিছু উদাহরণ:
-
I gave up going to the theatre when I moved out of London.
-
He gave up playing football when he got married.
-
Why don’t you give up smoking?
-
I gave up playing cricket when I got a job.

0
Updated: 1 month ago