A
in
B
of
C
after
D
by
উত্তরের বিবরণ
উল্লিখিত বাক্যটিতে Refute শব্দটি ব্যবহারের কারণে অর্থগত ভুল হয়েছে।
আসলে এখানে সঠিক শব্দ হবে Repute।
✦ Refute মানে হলো অস্বীকার করা বা খণ্ডন করা।
✦ আর Repute মানে হলো খ্যাতি বা সুনাম।
তাই সঠিকভাবে লিখতে হবে —
A scholar of repute
⇒ যার অর্থ হবে “খ্যাতিসম্পন্ন পণ্ডিত/বিদ্বান ব্যক্তি”।
অর্থাৎ, বাক্যের সঠিক রূপ দাঁড়াবে—
“রাজ্জাক সাহেব একজন খ্যাতিসম্পন্ন বিদ্বান ব্যাক্তি ছিলেন।”
এখানে of প্রিপোজিশন যুক্ত হওয়ায় অর্থ সম্পূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে।

0
Updated: 1 week ago
After food has been dried or canned ____ for later consumption.
Created: 2 weeks ago
A
it should be stored
B
That it should be stored
C
should be stored
D
which should be stored
After দিয়ে বাক্য শুরু হলে বোঝা যায় এটি একটি Subordinate clause।
-
এর পরের অংশটি অবশ্যই Independent clause হবে। তাই সেখানে Subject + Verb থাকতে হবে।
-
দুই অংশেই একই Subject + Verb structure ব্যবহার করতে হবে।
-
সাধারণ নিয়ম: After + clause (subject + verb), main clause (subject + verb)।
👉 তাই সঠিক উত্তর হবে: it should be stored।
পূর্ণাঙ্গ বাক্য
After food has been dried or canned, it should be stored for later consumption.
বাংলা অর্থ
খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।

0
Updated: 2 weeks ago
This could have worked if I ______ been more far-sighted.
Created: 1 week ago
A
had
B
have
C
might
D
would
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: This could have worked if I had been more far-sighted.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,
- এই বাক্যের প্রথম অংশে- could have + Past Perfect (worked) আছে।
- তাই If যুক্ত clause এ had + Verb এর past participle form হবে।
--------------------------
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.

0
Updated: 1 week ago
He intends to ___ in the country for two months.
Created: 1 month ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago