Professor Razzak was a scholar ____ refute. (Fill in the gap)
A
in
B
of
C
after
D
by
উত্তরের বিবরণ
উল্লিখিত বাক্যটিতে Refute শব্দটি ব্যবহারের কারণে অর্থগত ভুল হয়েছে।
আসলে এখানে সঠিক শব্দ হবে Repute।
✦ Refute মানে হলো অস্বীকার করা বা খণ্ডন করা।
✦ আর Repute মানে হলো খ্যাতি বা সুনাম।
তাই সঠিকভাবে লিখতে হবে —
A scholar of repute
⇒ যার অর্থ হবে “খ্যাতিসম্পন্ন পণ্ডিত/বিদ্বান ব্যক্তি”।
অর্থাৎ, বাক্যের সঠিক রূপ দাঁড়াবে—
“রাজ্জাক সাহেব একজন খ্যাতিসম্পন্ন বিদ্বান ব্যাক্তি ছিলেন।”
এখানে of প্রিপোজিশন যুক্ত হওয়ায় অর্থ সম্পূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে।

0
Updated: 1 month ago
Complete the sentence with the correct verb from : 'Neela _____ her hand when she was cooking dinner.
Created: 2 months ago
A
is burning
B
burnt
C
will burn
D
was burning
সঠিক উত্তর: burnt
সম্পূর্ণ বাক্য: Neela burnt her hand when she was cooking dinner.
(নিলা রাতের খাবার রান্না করার সময় তার হাত পুড়ে গিয়েছিল।)
When দিয়ে যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে সময় অনুযায়ী টেনস কেমন হবে তা বুঝতে নিচের নিয়মগুলো দেখো
১. যদি একটি clause থাকে past continuous tense-এ, তাহলে অন্যটি হবে past indefinite tense-এ।
উদাহরণ:
When you called, I was in a meeting.
(তুমি যখন ফোন করেছিলে, তখন আমি একটি মিটিংয়ে ছিলাম।)
২. যদি When দিয়ে যুক্ত বাক্যে ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয়, তাহলে When যুক্ত clause-এ future indefinite tense হয় না। বরং future tense হয় মূল clause-এ, আর When clause-এ present indefinite tense হয়।
উদাহরণ:
I will phone you when I get the news.
(আমি তোমাকে ফোন করব যখন আমি খবরটা পাব।)
৩. যখন দুটি clause-ই present time বোঝায় এবং একটি ঘটনা অন্যটির ফলাফল হয়, তখন দুটি clause-ই present indefinite tense-এ হয়।
উদাহরণ:
When water freezes, it turns into ice.
(পানি জমে গেলে তা বরফে পরিণত হয়।)

0
Updated: 2 months ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 2 months ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 2 months ago
'I ___ remember the holiday I spent in your home', she said.
Created: 2 months ago
A
ever
B
hardly
C
usually
D
always
শূন্যস্থানটিতে সর্বদা সঠিক উত্তর হবে - always।
-
পূর্ণ বাক্য:
"I always remember the holiday I spent in your home." -
এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বক্তার মনে শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি সবসময় জীবন্ত, ইতিবাচক এবং দৃঢ়ভাবে বজায় থাকে।
এখানে "always" শব্দটি সময়ের দীর্ঘায়িত ধারাবাহিকতা এবং স্মৃতির অবিচ্ছিন্নতাকে প্রকাশ করে। -
অন্য বিকল্পগুলো হলো -
ক) ever – কখনো; আদৌ; যদি কখনো।
খ) hardly – দৃষ্টান্তমূলকভাবে কম; প্রায় না; বড় ধরনের নয়।
গ) usually – সাধারণত; প্রায়শই; সচরাচর।
সূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 2 months ago