A
শামসুর রাহমান
B
আল মাহমুদ
C
আবুল ফজল
D
আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরের বিবরণ
‘আমি কিংবদন্তীর কথা বলছি’
-
রচয়িতা: আবু জাফর ওবায়দুল্লাহ
-
প্রকাশ: ১৯৮১
-
কবিতার সংখ্যা: ৩৯টি
-
বৈশিষ্ট্য: কাব্যগ্রন্থের নামের লাইনটি ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতার মধ্যে পাওয়া যায়।
আবু জাফর ওবায়দুল্লাহ
-
জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৩৪, বরিশাল জেলা
-
পেশা: কবি ও সরকারি কর্মকর্তা
-
পূর্ণ নাম: আবু জাফর ওবায়দুল্লাহ খান
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত নরীর হার
-
কখনো রং কখনো সুর
-
কমলের চোখ
-
আমি কিংবদন্তীর কথা বলছি
-
সহিষ্ণু প্রতীক্ষা
-
প্রেমের কবিতা
-
নির্বাচিত কবিতা
-
আমার সকল কথা
-
মসৃণ কৃষ্ণ গোলাপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
Created: 3 months ago
A
বিহারীলাল চক্রবর্তী
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
• 'রবীন্দ্রনাথ ঠাকুর'- বিহারীলাল চক্রবর্তীকে গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেছেন।
• 'ভোরের পাখি' বলার কারণ:
- বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করেন।
- এক্ষেত্রে তিনি ছিলেন প্রথম। তাই তাকে 'ভোরের পাখি' বলা হয়েছে।
----------------------------
• বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদামঙ্গল।
• বিহারীলাল চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদামঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গোলাম মোস্তফা
D
শেখ ফজলল করিম
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
চরণদ্বয়:
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
এই চরণদ্বয় নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ কবিতা থেকে, যা তাঁর ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
সম্পূর্ণ কবিতা:
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
কাজী নজরুল ইসলাম সংক্ষেপ পরিচিতি
-
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
কৈশোরে লেটো গানের দলে অংশগ্রহণ।
-
লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে।
-
১৯১৭ সালে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান।
-
তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত।
-
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারান।
-
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁকে ঢাকায় এনে নাগরিকত্ব দেওয়া হয়।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি লাভ করেন।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ছায়ানট
-
প্রলয়শিখা
-
চক্রবাক
-
সিন্ধুহিন্দোল
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
যুগবাণী
-
দুর্দিনের যাত্রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; কবিতা: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ – কাজী নজরুল ইসলাম।

0
Updated: 3 months ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা স্থান পেয়েছে?
Created: 2 weeks ago
A
১৬টি
B
১৯টি
C
২১টি
D
২৩টি
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
ফররুখ আহমদের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এটি।
-
গ্রন্থে মোট উনিশটি কবিতা সংকলিত হয়েছে।
-
কবিতাগুলি ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত।
-
কাব্যগ্রন্থটির প্রকাশকাল ১৯৪৪ সাল।
-
কবি মূলত জাগরণের উদ্দেশ্যে এই কবিতাগুলি রচনা করেন।
-
প্রচলিত বাংলা শব্দ পরিহার করে তিনি এ গ্রন্থে বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সমাজের বিরূপ চিত্রও এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে।
ফররুখ আহমদ
-
জন্মগ্রহণ করেন ১৯১৮ সালে, যশোর জেলার মাঝআইল গ্রামে।
-
তাঁকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি হিসেবে আখ্যায়িত করা হয়।
-
তাঁর কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ, মুসলিম জাগরণ এবং আরব-ইরানি ঐতিহ্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তাঁর রচিত গ্রন্থাবলি
-
কাব্যনাট্য: নৌফেল ও হাতেম
-
সনেট সংকলন: মুহূর্তের কবিতা
-
কাহিনিকাব্য: হাতেমতায়ী
-
শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago