A
রিক্তের বেদন
B
সর্বহারা
C
আলেয়া
D
কুহেলিকা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম রচিত কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম
উপন্যাস:
-
কাজী নজরুল ইসলামের উপন্যাসের মধ্যে রয়েছে ‘বাঁধনহারা’, ‘মৃত্যুক্ষুধা’ এবং ‘কুহেলিকা’।
-
‘কুহেলিকা’ উপন্যাসের মূল তথ্য:
-
প্রথম প্রকাশিত: ১৯৩৪ বঙ্গাব্দে নওরোজ পত্রিকায় ধারাবাহিকভাবে।
-
গ্রন্থাকারে প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দ (১৯৩১ খ্রিস্টাব্দ)।
-
রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গের ওপর বড় ক্যানভাসে লেখা।
-
নায়ক: জাহাঙ্গীর।
-
প্রসিদ্ধ উক্তি:
“ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।”
-
অন্যান্য সাহিত্যকর্ম:
-
‘আলেয়া’ – কাজী নজরুল ইসলামের গীতিনাট্য।
-
‘সর্বহারা’ – ১৯২৬ সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
‘রিক্তের বেদন’ – নজরুলের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 1 week ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
বাংলা
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 1 week ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
বাংলা
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
মাসিক মোহাম্মদী
B
সাপ্তাহিক বিজলী
C
দৈনিক নবযুগ
D
ধূমকেতু
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।

0
Updated: 1 month ago