কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
A
রিক্তের বেদন
B
সর্বহারা
C
আলেয়া
D
কুহেলিকা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম রচিত কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম
উপন্যাস:
-
কাজী নজরুল ইসলামের উপন্যাসের মধ্যে রয়েছে ‘বাঁধনহারা’, ‘মৃত্যুক্ষুধা’ এবং ‘কুহেলিকা’।
-
‘কুহেলিকা’ উপন্যাসের মূল তথ্য:
-
প্রথম প্রকাশিত: ১৯৩৪ বঙ্গাব্দে নওরোজ পত্রিকায় ধারাবাহিকভাবে।
-
গ্রন্থাকারে প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দ (১৯৩১ খ্রিস্টাব্দ)।
-
রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গের ওপর বড় ক্যানভাসে লেখা।
-
নায়ক: জাহাঙ্গীর।
-
প্রসিদ্ধ উক্তি:
“ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।”
-
অন্যান্য সাহিত্যকর্ম:
-
‘আলেয়া’ – কাজী নজরুল ইসলামের গীতিনাট্য।
-
‘সর্বহারা’ – ১৯২৬ সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
‘রিক্তের বেদন’ – নজরুলের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
Created: 3 weeks ago
A
ব্যথার দান
B
কুহেলিকা
C
মৃত্যু-ক্ষুধা
D
বাঁধন-হারা
‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসেবেও পরিচিত। এটি ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৩৩৪ বঙ্গাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাসে পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
তাঁর রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কুহেলিকা
-
মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণীমনসা
-
জিঞ্জির
-
প্রলয় শিখা
-
সন্ধ্যা

0
Updated: 3 weeks ago
’চিত্তনামা’-কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 3 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
মাইকেল মধুসূদন দত্ত
D
কায়কোবাদ
চিত্তনামা কাজী নজরুল ইসলামের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা তিনি তাঁর শ্রদ্ধেয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে শোকপ্রকাশ হিসেবে রচনা করেন।
– কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে।
– ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেন।
– তাঁর মৃত্যুর পর গভীর শোকাহত হয়ে নজরুল সমকালীন বিভিন্ন পত্রিকায় কবিতা রচনা করেন, যেগুলো পরে একত্র করে ‘চিত্তনামা’ নামে প্রকাশ করা হয়।
– এই কাব্যগ্রন্থে কবি দেশপ্রেম, বেদনা, শ্রদ্ধা ও অনুপ্রেরণার মিশ্রণ ঘটিয়েছেন।
– কবিতাগুলোতে দেশবন্ধুর আদর্শ ও কর্মজীবনের প্রতি কবির শ্রদ্ধা, বাঙালি জাতির বেদনাবোধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থ:
– অগ্নিবীণা
– সঞ্চিতা
– চিত্তনামা
– মরুভাস্কর
– সর্বহারা
– ফণি-মনসা
– চক্রবাক
– সাম্যবাদী
– ছায়ানট
– নতুন চাঁদ
– পুবের হাওয়া
– জিঞ্জির
– বিষের বাঁশি
– দোলনচাঁপা
– চন্দ্রবিন্দু
– সিন্ধু হিন্দোল
– ভাঙার গান
– সন্ধ্যা

0
Updated: 3 days ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 1 month ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago