নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?
A
বিহারী-বিনোদিনী
B
নিখিলেস-বিমলা
C
মধুসূদন-কুমুদিনী
D
অমিত-লাবণ্য
উত্তরের বিবরণ
‘ঘরে-বাইরে’ উপন্যাস
-
রচনাবর্ষ ও প্রকাশনা: ‘ঘরে-বাইরে’ (১৯১৬) রবীন্দ্রনাথের প্রথম চলিত ভাষার উপন্যাস। এটি ১৯১৫ সালে সবুজপত্রে প্রকাশিত হয়েছিল।
-
প্রেক্ষাপট: ব্রিটিশ ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এই উপন্যাসের মূল প্রেক্ষাপট।
-
প্রভাব ও মিল: পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের প্রিন্স অট উপন্যাসের ভাব ও ধারার সঙ্গে এর কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়।
-
প্রধান চরিত্র: নিখিলেশ, বিমলা ও সন্দীপ।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
সাধারণ পরিচয়: রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে তিনি সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার পান; এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে এই গৌরব অর্জন করেন।
-
জন্ম ও পরিবার: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
পটভূমি ও প্রভাব: পরিবারের পূর্বপুরুষরা পূর্ববঙ্গ থেকে কলকাতায় ব্যবসায়িক কারণে এসেছিলেন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বাঙালির নবজাগরণ, ধর্ম ও সমাজ সংস্কারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। রামমোহন রায়ের আদর্শ দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের ওপর গভীর প্রভাব ফেলেছিল।
-
প্রধান স্থল: তিনি বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে সময় কাটিয়েছেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে মৃত্যুবরণ করেন।
কিছু বিখ্যাত উপন্যাস
-
ঘরে-বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, দুই বোন, মালঞ্চ, গোরা, রাজর্ষি, চার অধ্যায় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নয়?
Created: 1 week ago
A
রাজর্ষি
B
চোখের বালি
C
যোগাযোগ
D
পথের পাঁচালী
‘পথের পাঁচালী’ কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নয়। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৯ সালে।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ:
-
চোখের বালি
-
যোগাযোগ
-
রাজর্ষি
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনবৃত্তান্ত:
-
জন্ম ১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
প্রথম সাহিত্যকর্মসমূহ:
-
প্রথম নাটক: ‘বাল্মীকি প্রতিভা’
-
প্রথম উপন্যাস: ‘বউ ঠাকুরাণীর হাট’
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘কবি-কাহিনী’
-
প্রথম ছোটগল্প: ‘ভিখারিনী’
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
-
শেষের কবিতা
-
গোরা
-
রবীন্দ্রনাথের উপন্যাসগুলোতে সমাজচেতনা, ব্যক্তিগত ও নৈতিক দ্বন্দ্ব, প্রেম এবং সাংস্কৃতিক ও মানসিক বিষয়াবলী গভীরভাবে উপস্থাপিত হয়েছে।
-
তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের আধুনিকতার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
Created: 2 months ago
A
স্বরবৃত্ত
B
অক্ষরবৃত্ত
C
মন্দাক্রান্তা
D
মাত্রাবৃত্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা
-
‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে।
-
এই কবিতায় অনেক গভীরভাবে কবির জীবনদর্শনের প্রতিফলন পাওয়া যায়।
-
কবিতাটির প্রায় সব পঙক্তি ৮+৫ মাত্রার ছন্দে গঠিত।
-
এটি ‘সোনার তরী’ নামের কাব্যগ্রন্থের অন্যতম কবিতা।
-
এই কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
-
এর বেশ কিছু কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়।
এই কাব্যগ্রন্থে যেসব উল্লেখযোগ্য কবিতা রয়েছে:
-
সোনার তরী
-
বিম্ববতী
-
বর্ষাযাপন
-
সুপ্তোত্থিতা
-
হিং টিং ছট
-
বসুন্ধরা
-
নিরুদ্দেশ যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
তথ্যসূত্র:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
Created: 1 month ago
A
বিনোদিনী
B
হৈমন্তী
C
আশালতা
D
চারুলতা
‘নষ্টনীড়’ ছোটগল্প:
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পে একজন নিঃসঙ্গ নারীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে।
-
গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত হয়।
-
এই গল্পের প্রধান চরিত্রের নাম চারুলতা, যার উপর ভিত্তি করে সত্যজিৎ রায় ১৯৬৪ সালে ‘চারুলতা’ নামের চলচ্চিত্র নির্মাণ করেন।
-
গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র হল অমল এবং ভূপতি।
অন্যান্য সম্পর্কিত চরিত্র:
-
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: আশালতা ও বিনোদিনী।
-
‘হৈমন্তী’ ছোটগল্পের বিখ্যাত চরিত্র: হৈমন্তী।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় ছোটগল্প।

0
Updated: 1 month ago