A
বিহারী-বিনোদিনী
B
নিখিলেস-বিমলা
C
মধুসূদন-কুমুদিনী
D
অমিত-লাবণ্য
উত্তরের বিবরণ
‘ঘরে-বাইরে’ উপন্যাস
-
রচনাবর্ষ ও প্রকাশনা: ‘ঘরে-বাইরে’ (১৯১৬) রবীন্দ্রনাথের প্রথম চলিত ভাষার উপন্যাস। এটি ১৯১৫ সালে সবুজপত্রে প্রকাশিত হয়েছিল।
-
প্রেক্ষাপট: ব্রিটিশ ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এই উপন্যাসের মূল প্রেক্ষাপট।
-
প্রভাব ও মিল: পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের প্রিন্স অট উপন্যাসের ভাব ও ধারার সঙ্গে এর কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়।
-
প্রধান চরিত্র: নিখিলেশ, বিমলা ও সন্দীপ।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
সাধারণ পরিচয়: রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে তিনি সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার পান; এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে এই গৌরব অর্জন করেন।
-
জন্ম ও পরিবার: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
পটভূমি ও প্রভাব: পরিবারের পূর্বপুরুষরা পূর্ববঙ্গ থেকে কলকাতায় ব্যবসায়িক কারণে এসেছিলেন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বাঙালির নবজাগরণ, ধর্ম ও সমাজ সংস্কারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। রামমোহন রায়ের আদর্শ দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের ওপর গভীর প্রভাব ফেলেছিল।
-
প্রধান স্থল: তিনি বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে সময় কাটিয়েছেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে মৃত্যুবরণ করেন।
কিছু বিখ্যাত উপন্যাস
-
ঘরে-বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, দুই বোন, মালঞ্চ, গোরা, রাজর্ষি, চার অধ্যায় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Created: 3 months ago
A
১৯৫১
B
১৯৬১
C
১৯৭১
D
১৯৮১
রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম ও পরিচয়
রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর খ্যাতনামা ঠাকুর পরিবারে। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক— প্রকৃত অর্থেই এক বহুমাত্রিক প্রতিভা।
প্রথম সাহিত্যপ্রকাশ ও নোবেল প্রাপ্তি
শৈশবেই তাঁর সাহিত্যপ্রতিভার প্রকাশ ঘটে। মাত্র ১৫ বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’ প্রকাশিত হয়। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাঁকে শুধু বাংলা সাহিত্যে নয়, সমগ্র এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়।
মৃত্যু
১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) জোড়াসাঁকোর নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
১৫০তম জন্মবার্ষিকী
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয় ২০১১ সালে—not ১৯৬১ সালে।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
উপন্যাস:
-
চোখের বালি
-
গোরা
-
যোগাযোগ
-
শেষের কবিতা
-
চতুরঙ্গ
-
চার অধ্যায়
-
ঘরে-বাইরে
কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপুট
-
সেঁজুতি
-
শেষ লেখা
নাটক:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকরবী
-
তাসের দেশ
প্রবন্ধগ্রন্থ:
-
পঞ্চভূত
-
বিচিত্রপ্রবন্ধ
-
সাহিত্য
-
মানুষের ধর্ম
-
কালান্তর
-
সভ্যতার সংকট
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার রচয়িতা কে?
Created: 1 week ago
A
জীবনানন্দ দাশ
B
মাইকেল মধুসূদন দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আল মাহমুদ
প্রভাতসংগীত কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘প্রভাতসংগীত’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৮৮৩ সালে।
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হলো ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’।
একদিন সূর্যোদয়ের প্রভাত মুহূর্তে রবীন্দ্রনাথ হঠাৎ এক দিব্য প্রেরণায় অভিভূত হন। সেই মুহূর্তে তাঁর কাছে জগৎ, প্রকৃতি ও মানুষ—সবকিছু এক বিশ্বজনীন আনন্দধারায় ভাসমান বলে মনে হয়।
এই অসাধারণ অনুভূতির প্রকাশ ঘটেছে তাঁর বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’-এ।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
মাতা: সারদা দেবী
-
শৈশবেই ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে তাঁর কবিত্বপ্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়।
-
১৯১৩ সালে ইংরেজি অনূদিত ‘Gitanjali’ (১৯১১) কাব্যের জন্য লাভ করেন নোবেল পুরস্কার।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
প্রভাতসংগীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর' - পঙক্তির রচয়িতা কে?
Created: 1 week ago
A
জীবনানন্দ দাশ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৮৩ খ্রিষ্টাব্দ
-
কবিতার সংখ্যা: ২১টি
-
গুরুত্বপূর্ণ কবিতা: ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার অংশ বিশেষ:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে
প্রভাত-পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ।

0
Updated: 1 week ago