নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
A
চার ইয়ারী কথা
B
পালামৌ
C
দৃষ্টিপাত
D
দেশে বিদেশে
উত্তরের বিবরণ
‘চার ইয়ারী কথা’ ও প্রমথ চৌধুরীর সাহিত্য
‘চার ইয়ারী কথা’ প্রমথ চৌধুরীর একটি গল্পগ্রন্থ, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়। এতে চার বন্ধুর প্রেমকাহিনি উঠে এসেছে। গল্পের নায়িকা চারজনই ইউরোপীয়।
প্রথম নায়িকা উন্মাদ, দ্বিতীয় চোর, তৃতীয় প্রতারক, এবং চতুর্থ নায়িকা মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করে। বইটিতে ভাষার চাতুর্য, সূক্ষ্ম ব্যঙ্গ, পরিহাসপ্রিয়তা এবং ভাবালু প্রেমকাহিনির প্রতিবাদী রূপ ফুটে উঠেছে।
তুলনায়:
-
‘পালামৌ’ — সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনি।
-
‘দৃষ্টিপাত’ — বিখ্যাত ভ্রমণকাহিনির রচয়িতা বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।
-
‘দেশে বিদেশে’ — সৈয়দ মুজতবা আলীর রচিত সুপরিচিত ভ্রমণকাহিনি।
প্রমথ চৌধুরী
-
তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধে প্রথমবার চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
প্রমথ চৌধুরীর প্রধান রচনা:
-
গল্পগ্রন্থ: ‘আহুতি’, ‘নীললোহিত’ এবং অন্যান্য গল্পসংগ্রহ।
-
কাব্যগ্রন্থ: ‘সনেট পঞ্চাশৎ’, ‘পদচারণ’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
প্রবোধচন্দ্রিকা” গ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মনোএল দা আস্সুম্পসাঁউ
C
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
D
উইলিয়াম কেরী
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি উনিশ শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক ছিলেন।
-
জন্ম: তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলা।
-
নাটোর রাজবাড়ির দরবারে লেখাপড়া করে তিনি একজন উচ্চমানের সংস্কৃত পণ্ডিতে পরিণত হন।
-
বাংলা গদ্যের প্রাথমিক যুগে তিনি প্রধান লেখক এবং উনিশ শতকের প্রথম শ্রেষ্ঠ বাংলা গদ্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
উইলিয়াম কেরীর সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ‘জজ-পণ্ডিত’ হিসেবেও দায়িত্ব পালন করেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতাহিসেবে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
Created: 5 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 5 months ago
'A Code of Gento Laws' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
C
উইলিয়াম কেরি
D
ড. দীনেশচন্দ্র সেন
A Code of Gento Laws
-
হেস্টিংসের অনুরোধে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড একটি বিশাল আইনগ্রন্থ রচনা করেন: A Code of Gento Laws।
-
গ্রন্থটি ১৭৭৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়।
-
এটি মূলত হিন্দু আইনশাস্ত্রের একটি সারসংকলন, যা এগারোজন ব্রাহ্মণ পণ্ডিত সংস্কৃত ভাষায় সংকলন করেন।
-
পরে একজন মুন্সি এটি প্রথমে ফারসি ভাষায় অনুবাদ করেন এবং সেখান থেকে হ্যালহেড ইংরেজিতে অনুবাদ করেন।
-
কাজেই এটি ছিল একটি ত্রি-স্তরীয় কাজ, যদিও প্রথম দুই স্তরের পণ্ডিতদের নাম গ্রন্থে উল্লিখিত হয়নি।
-
পরবর্তী দশকে এ গ্রন্থটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়।
-
ফরাসি ও জার্মান ভাষায়ও এর অনুবাদ হয়।
-
এর মাধ্যমেই বয়স তিরিশে পৌঁছার আগেই হ্যালহেডের খ্যাতি ইউরোপে ছড়িয়ে পড়ে।
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
তিনি একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
-
তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেন।
-
কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
জন্ম: ১৭৫১ সালের ২৫ মে, লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে।
-
তিনি ১৭৭২ সালে কলকাতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসেবে প্রাথমিক চাকরি নেন।
-
সাহিত্যিক গুণের কারণে হ্যালহেড অচিরেই গভর্নর Warren Hastings-এর বন্ধুতে পরিণত হন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago