হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-
A
অবকাশ রঞ্জিকা
B
বিবিধার্য সংগ্রহ
C
কাব্য প্রকাশ
D
গ্রামবার্তা প্রকাশিকা
উত্তরের বিবরণ
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা ও সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার
-
সম্পাদক: কাঙাল হরিনাথ মজুমদার
-
প্রকাশকাল: উনিশ শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা
-
প্রথম প্রকাশ: ১৮৬৩ সালের এপ্রিল, কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদনায়
-
প্রকাশের রূপান্তর:
-
প্রকাশের পরের বছর থেকে পাক্ষিক
-
১৮৭১ সাল থেকে সাপ্তাহিক
-
-
প্রকাশস্থান:
-
প্রথমে কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেস
-
১৮৬৪ সালে কুমারখালি থেকে প্রকাশিত
-
-
বিষয়বস্তু: সাহিত্য, দর্শন ও বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ
-
পরবর্তীতে: ১৮ বছর সম্পাদনার পর হরিনাথ সাংবাদিকতা ত্যাগ করে ধর্মচর্চায় মনোনিবেশ করেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
ব্রাহ্মসমাজের মুখপত্র ছিলো কোন পত্রিকা?
Created: 3 weeks ago
A
কল্লোল
B
তত্ত্ববােধিনী
C
সওগাত
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী পত্রিকা ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় এই পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখকদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন। তাঁদের লেখার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল।
পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল বেদান্ত-প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার। তবে এর পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং দর্শন বিষয়ক মূল্যবান রচনাও এতে প্রকাশিত হতো। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল।
অক্ষয়কুমারের পর বিভিন্ন সময়ে যারা এর সম্পাদনার দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ ঠাকুর
অযোধ্যানাথ পাকড়াশী
হেমচন্দ্র বিদ্যারত্ন
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর

0
Updated: 3 weeks ago
বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন?
Created: 2 months ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ এনামুল হক
C
মুহম্মদ মনসুর উদ্দিন
D
মুহম্মদ আবদুল হাই
বাংলা একাডেমী 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
---------------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
”পূর্বাশা” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
বুদ্ধদেব বসু
C
অজিতকুমার দত্ত
D
দীনেশরঞ্জন দাশ
‘পূর্বাশা’ পত্রিকা
-
এটি ছিল একটি মাসিক পত্রিকা।
-
সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
প্রকাশকাল: ১৯৩২ সাল।
-
এটি কুমিল্লা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা।
-
টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশিত হয়।
-
১৯৫৫ সালে আবার বন্ধ হয় এবং ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।
অন্যদিকে:
-
দীনেশরঞ্জন দাশ সম্পাদিত পত্রিকা → কল্লোল।
-
বুদ্ধদেব বসু, অজিতকুমার দত্ত সম্পাদিত পত্রিকা → প্রগতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago