A
অবকাশ রঞ্জিকা
B
বিবিধার্য সংগ্রহ
C
কাব্য প্রকাশ
D
গ্রামবার্তা প্রকাশিকা
উত্তরের বিবরণ
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা ও সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার
-
সম্পাদক: কাঙাল হরিনাথ মজুমদার
-
প্রকাশকাল: উনিশ শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা
-
প্রথম প্রকাশ: ১৮৬৩ সালের এপ্রিল, কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদনায়
-
প্রকাশের রূপান্তর:
-
প্রকাশের পরের বছর থেকে পাক্ষিক
-
১৮৭১ সাল থেকে সাপ্তাহিক
-
-
প্রকাশস্থান:
-
প্রথমে কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেস
-
১৮৬৪ সালে কুমারখালি থেকে প্রকাশিত
-
-
বিষয়বস্তু: সাহিত্য, দর্শন ও বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ
-
পরবর্তীতে: ১৮ বছর সম্পাদনার পর হরিনাথ সাংবাদিকতা ত্যাগ করে ধর্মচর্চায় মনোনিবেশ করেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক কে?
Created: 6 days ago
A
মোহাম্মদ মোজাম্মেল হক
B
নাসির উদ্দীন ইউসুফ
C
মীর মশাররফ হোসেন
D
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
‘মোসলেম ভারত’ পত্রিকা:
-
কবি মোহাম্মদ মোজাম্মেল হক এর সম্পাদনায় কলকাতা থেকে ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ (১৯২০) মাসে মাসিক ‘মোসলেম ভারত’ প্রকাশিত হয়।
-
প্রথম বছরে এটি নিয়মিতভাবে প্রকাশিত হলেও পরবর্তী বছর অনিয়মিতভাবে প্রকাশিত হয়। মোট মাত্র ১৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে।
-
রবীন্দ্রনাথের বাণী প্রতি সংখ্যার সূচনায় প্রকাশিত হতো।
-
‘মোসলেম ভারত’ নজরুলের সাহিত্যিক প্রতিষ্ঠা ও বিকাশে প্রধান সহায়ক হিসেবে কাজ করেছে।
-
প্রতি সংখ্যায় নজরুলের একাধিক রচনা প্রকাশিত হয়।
-
নজরুলের বিভিন্ন লেখা যেমন কামাল পাশা, মোহররম, সাত ইল বিদ্রোহী, বাঁধন-হারা আরব, বিদ্রোহী (উপন্যাস, কিস্তিতে) ইত্যাদি এই পত্রিকার পৃষ্ঠায় ছড়িয়ে আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 6 days ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 1 month ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago