পালামৌ (ভ্রমণকাহিনি)
-
রচয়িতা: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১২৮৭–১২৮৯ বঙ্গাব্দে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম প্রকাশিত
-
বিষয়বস্তু: বিহারের পালামৌ এলাকায় দুই বছর ম্যাজিস্ট্রেট থাকার সময়ের স্মৃতিচারণ।
-
সাহিত্যমূল্য: ছোটনাগপুরের আদিম গিরিদরী, অরণ্যানী ও আরণ্যক পশু ও মানব চিত্রণ গ্রন্থটিকে উচ্চ সাহিত্যমূল্য প্রদান করেছে।
-
খ্যাতিসূচক বাক্য: “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।”
-
বিশেষত্ব: বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনীর মধ্যে অন্যতম, যেখানে লেখকের বর্ণনাশৈলী বিশেষভাবে লক্ষ্যণীয়।
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৪ সালের ২৭ জুন, নৈহাটি, কাঁঠালপাড়া, ব্রিটিশ ভারত
-
প্রথম খ্যাতি: ‘Bengal Ryots: Their Rights and Liabilities’
-
সম্পাদকীয় কাজ:
-
‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক (১২৮৪–১২৮৯ বঙ্গাব্দ)
-
‘ভ্রমর’ মাসিক পত্রিকার সম্পাদক
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া