A
ভারত ও চীন
B
বাংলাদেশ ও ভারত
C
মিয়ানমার ও চীন
D
বাংলাদেশ ও মিয়ানমার
উত্তরের বিবরণ
নাফ নদী (Knaf):
-
নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার।
-
আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে নাফ নদী উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-
এই নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমা নির্ধারণ করে।
-
নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত।
-
বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত।
-
মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।
তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
পুবর্ভবা নিম্নের কোন নদীর উপনদী?
Created: 1 week ago
A
মাতামুহুরী
B
যমুনা
C
তিস্তা
D
মহানন্দা
ভূগোল
বাংলাদেশের নদ-নদী
বাংলাদেশের প্রধান নদ-নদী
বিখ্যাত নদ-নদী খাল ও সমুদ্র বন্দর
No subjects available.
মহানন্দা (Mahananda):
- মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার নিকটবর্তী মহালড্রীম পর্বতে।
- এরপর জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সর্বত্র উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করেছে।
- এরপর বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে।
- অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে।
- মহানন্দার উপনদী পুবর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন, পাগলা প্রভৃতি।

0
Updated: 1 week ago