A
উপকূলীয় ভূমি
B
প্লাবন সমভূমি
C
পার্বত্য অঞ্চল
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
-
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত একটি বিস্তীর্ণ সমভূমি।
-
অসংখ্য ছোট-বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে।
-
সমতলভূমির উপর দিয়ে নদীগুলো প্রবাহিত হওয়ায় বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়।
-
বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে।
-
এই প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কয়েকটি ভাগে ভাগ করা যায়:
-
ক. রংপুর ও দিনাজপুরের পাদদেশীয় সমভূমি।
-
খ. ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের অন্তর্গত বন্যা প্লাবন সমভূমি।
-
গ. ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে ব-দ্বীপ সমভূমি।
-
ঘ. নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় সমভূমি।
-
ঙ. খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিছু অংশ নিয়ে স্রোতজ সমভূমি।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 week ago