বাংলাদেশের পূর্বদিকে ভারতের কোন রাজ্যসমূহ অবস্থিত?
A
পশ্চিমবঙ্গ ও মেঘালয়
B
বিহার ও পশ্চিমবঙ্গ
C
মেঘালয় ও অরুণাচল
D
ত্রিপুরা ও আসাম
উত্তরের বিবরণ
বাংলাদেশের সীমানা:
-
বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
-
এর মধ্যে ভারত-বাংলাদেশ সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
-
বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার।
-
বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার;
দক্ষিণে বঙ্গোপসাগর;
এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। -
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
Created: 3 weeks ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের ভূগোল ও প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
-
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে: ভারত ও মিয়ানমার।
-
দেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩০টি, এবং ভারতের ৫টি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।
-
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩টি।
-
রাঙ্গামাটি জেলা তিন দেশের — বাংলাদেশ, ভারত ও মিয়ানমার — যৌথ সীমান্তরেখার স্থান।
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago
ভারতের মোট কয়টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী?
Created: 3 weeks ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে পরিচিত।
-
রাজ্যগুলো হলো: আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড।
-
সেভেন সিস্টার্সের মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয়: মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল।
-
ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী, যা হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ।
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago