A
রাখালী
B
মাটির কান্না
C
বেদের মেয়ে
D
বোবা কাহিনী
উত্তরের বিবরণ
জসীমউদ্দীন ও তাঁর সাহিত্যকর্ম
-
‘বেদের মেয়ে’ জসীমউদ্দীন রচিত একটি নাটক।
-
জসীমউদ্দীন পরিচিতি:
-
তিনি বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি ও শিক্ষাবিদ।
-
জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর নানাবাড়িতে।
-
কর্মজীবনের শুরুতে তিনি গ্রামীণ সাহিত্য ও লোকগানের সংগ্রাহক ছিলেন।
-
গ্রামীণ জীবন ও প্রকৃতিকে কবিতায় তুলে ধরার কারণে তিনি “পল্লিকবি” নামে পরিচিত।
-
তাঁর নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থের নাম ‘সুচয়নী’।
-
-
উপন্যাস:
-
‘বোবা কাহিনী’।
-
-
গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি,
-
গাঙ্গের পাড়,
-
জারিগান।
-
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
বালুচর,
-
রূপবতী,
-
রাখালী,
-
নকশী কাঁথার মাঠ,
-
ধানখেত,
-
সোজন বাদিয়ার ঘাট,
-
মাটির কান্না,
-
মা যে জননী কান্দে প্রভৃতি।
-
-
নাটক:
-
পদ্মাপাড়,
-
বেদের মেয়ে,
-
মধুমালা,
-
পল্লীবধূ,
-
গ্রামের মায়া ইত্যাদি।
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
হাসু,
-
এক পয়সার বাঁশি,
-
ডালিমকুমার।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
জসীম উদ্দীন রচিত 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
কালি ও কলম
B
কল্লোল
C
তত্ত্ববোধিনী
D
বিজলী
• 'কবর' (কবিতা):
-
কাব্যগ্রন্থ: জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭)-এর অন্তর্ভুক্ত
-
প্রকাশ: প্রথম প্রকাশিত ‘কল্লোল’ পত্রিকায়
-
ছন্দ: মত্রাবৃত্ত ছন্দে, মোট ১১৮টি পঙক্তি
• জসীম উদ্দীন:
-
জন্ম: ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে
-
পেশা ও পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: পল্লিকবি
• গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
• উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'বোবাকাহিনী' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 3 months ago
A
রুপাই
B
বছির
C
মুনিম
D
মকবুল
বোবা কাহিনী:
জসীম উদ্দীন রচিত ‘বোবা কাহিনী’ উপন্যাসটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়। এতে মহাজনী শোষণের ফলে প্রান্তিক কৃষক আজহারের ভূমিহীন হওয়া, এবং শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিকের হাতে মেধাবী বছিরের নিগ্রহ– এসব সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে।
- উপন্যাসটি জটিলতাহীন, সরল ও সাদামাটা কাহিনিনির্ভর।
- উল্লেখযোগ্য চরিত্রসমূহ: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
জসীম উদ্দীন:
পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে।
তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকবি ও লেখক।
তাঁর লেখা বিখ্যাত গাথাকাব্য ‘নক্সী কাঁথার মাঠ’ প্রকাশিত হয় ১৯২৯ সালে।
তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ:
নক্সী কাঁথার মাঠ – (E.M. Millford ইংরেজিতে অনুবাদ করেন The Field of the Embroidered Quilt নামে)
সোজন বাদিয়ার ঘাট
মা যে জননী কান্দে
রাখালী ইত্যাদি।
• নাটক:
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মায়া ইত্যাদি।
• ভ্রমণকাহিনি:
চলে মুসাফির
হলদে পরীর দেশ
যে দেশে মানুষ বড়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
কোনটি জসীমউদ্দীনের রচনা?
Created: 14 hours ago
A
গাজী মিয়ার বস্তানী
B
হাঁসুলী বাঁকের উপকথা
C
ভাওয়াল গড়ের উপাখ্যান
D
ঠাকুরবাড়ির আঙিনা
জসীমউদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
-
পেশা ও পরিচিতি: তিনি ছিলেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ। পল্লিকবি হিসেবে বিশেষ খ্যাত।
-
সাহিত্যকর্ম:
-
একমাত্র উপন্যাস: ‘বোবা কাহিনী’।
-
বিখ্যাত গাথাকাব্য: ‘নক্সী কাঁথার মাঠ’ (১৯২৯)। এটি E.M. Millford ইংরেজিতে ‘The Field of the Embroidered Quilt’ নামে অনুবাদ করেছেন।
-
অন্যান্য কাব্যগ্রন্থ: বালুচর, রূপবতী, নকশী কাঁথার মাঠ, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে।
-
আত্মকথা: জীবনকথা, স্মৃতিপট, যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায়।
-
শিশুতোষ সাহিত্য: ডালিমকুমার, এক পয়সার বাঁশি, হাসু।
-
নাটক: পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া।
-
-
পুরস্কার ও সম্মাননা:
-
প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স (১৯৫৮)
-
একুশে পদক (১৯৭৬)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)
-
-
মৃত্যু: ১৩ মার্চ ১৯৭৬, ঢাকা।
অন্যান্য উল্লেখযোগ্য আঞ্চলিক ও আত্মজীবনীমূলক সাহিত্য:
-
হাঁসুলী বাঁকের উপকথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
গাজী মিয়াঁর বস্তানী – মীর মশাররফ হোসেন
-
ভাওয়াল গড়ের উপাখ্যান – আবু জাফর শামসুদ্দীন
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 14 hours ago