A
উৎকর্ষতা
B
অপকর্ষ
C
উৎকর্ষ
D
অপকর্ষতা
উত্তরের বিবরণ
‘প্রকর্ষ’ শব্দ বিশ্লেষণ
-
‘প্রকর্ষ’ একটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ।
-
এর অর্থ হলো –
-
শ্রেষ্ঠত্ব
-
উৎকর্ষ
-
উন্নতি
-
শ্রীবৃদ্ধি
-
সমৃদ্ধি
-
সুতরাং, ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘উৎকর্ষ’।
অন্যদিকে,
-
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ হলো – ‘অপকর্ষ’।
-
তবে ‘উৎকর্ষতা’ এবং ‘অপকর্ষতা’ শব্দদুটি প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ বলে গণ্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
জল' শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 week ago
A
সলিল
B
উদক
C
জলধি
D
নীর
‘পানি’ এবং ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ
১. ‘পানি’ শব্দের সমার্থক:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।
অর্থাৎ, দৈনন্দিন ও সাহিত্যের প্রসঙ্গে ‘পানি’ শব্দের অর্থ বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করা যায়।
২. ‘সমুদ্র’ শব্দের সমার্থক:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
এগুলো মূলত বৃহৎ জলাভূমি বা মহাসাগরের জন্য ব্যবহৃত হয়।
মোট কথা:
‘জল’ এবং ‘জলদি’ শব্দ এক নয়। ‘জল’ হলো সাধারণ পানি, আর ‘জলদি’ শব্দের সঙ্গে ‘সমুদ্র’ বা ‘মহাসাগর’ সম্পর্কিত নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago
'অনল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
আকাশ
B
পানি
C
সমুদ্র
D
আগুন
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
'Intellectual' শব্দের বাংলা পরিভাষা-
Created: 1 week ago
A
মেধা
B
বুদ্ধিবৃত্তি
C
বিচারবুদ্ধি
D
বোধশক্তি
ইংরেজি শব্দ ও বাংলায় পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা / অর্থ |
---|---|
Intellectual | ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক; বুদ্ধিবৃত্তি |
Intellect | বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা |
সূত্র: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান

0
Updated: 1 week ago