'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
A
ইংরেজি + ফার্সি
B
ইংরেজি + আরবি
C
তুর্কি + আরবি
D
ইংরেজি + পর্তুগিজ
উত্তরের বিবরণ
হেড-মৌলভী
শব্দগঠন: হেড (ইংরেজি) + মৌলভী (আরবি)
🔹 বাংলা ব্যাকরণ (মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০১৯ সংস্করণ):
এখানে বলা হয়েছে, হেড-মৌলভী গঠিত হয়েছে ইংরেজি ও ফারসি শব্দের যোগে।
🔹 বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে:
এখানে উল্লেখ আছে, হেড-মৌলভী গঠিত হয়েছে ইংরেজি ও আরবি শব্দের যোগে।
শব্দার্থ:
-
হেড (ইংরেজি) → বিশেষণ: প্রধান, নেতা; বিশেষ্য: মাথা
-
মৌলভী (আরবি) → বিশেষ্য: ইসলামি ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় দক্ষ ব্যক্তি
সুতরাং, “হেড-মৌলভী” শব্দটির উৎস ও বিশ্লেষণ নিয়ে দুটি ভিন্ন মত পাওয়া যায়—
-
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণে: ইংরেজি + ফারসি
-
বাংলা একাডেমি অভিধানে: ইংরেজি + আরবি

0
Updated: 1 month ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 3 months ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 1 month ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 1 month ago
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 2 months ago
A
ফার্সি
B
তুর্কি
C
পর্তুগিজ
D
আরবি
✅ তুর্কি ভাষা থেকে আসা শব্দ
এই শব্দগুলো তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে:
-
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক,
-
কোর্মা, তুরুক, বন্দুক, তোশক,
-
বেগম, বাবা, বিবি
✅ আরবি ভাষা থেকে আগত শব্দ
আরবি ভাষা থেকে বাংলায় যেসব শব্দ এসেছে, তার মধ্যে কিছু হলো:
-
কুমকুম, আমানত, আমামা, আমিন,
-
আমির, আমিরাত, আম্বর, আয়াত,
-
আয়েশ, আরশ, আর্জি, আলামত,
-
আলিশান, আলেম, আশেক, আসর
✅ ফারসি ভাষা থেকে আগত শব্দ
নিচের শব্দগুলো ফারসি ভাষা থেকে এসেছে:
-
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি,
-
গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা,
-
আসমান, কাজি, খোয়াব, চেহারা,
-
কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ
✅ পর্তুগিজ ভাষা থেকে আসা শব্দ
পর্তুগিজ ভাষা থেকে যেসব শব্দ বাংলায় এসেছে:
-
আনারস, কামরা, গির্জা, গুদাম,
-
চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি,
-
পাদরি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম

0
Updated: 2 months ago