'Null and Void'-এর বাংলা পরিভাষা কী?
A
বাতিল
B
পালাবদল
C
মামুলি
D
নিরপেক্ষ
উত্তরের বিবরণ
‘Null and Void’ শব্দের বাংলা অর্থ:
-
অকার্যকর
-
বাতিল
-
খারিজ
-
আইনত কার্যকর নয়
-
বৈশিষ্ট্যহীন
সহজভাবে বলা যায়, Null and Void বলতে এমন কিছু বোঝানো হয় যা আইনগতভাবে বা বাস্তবে আর কার্যকর থাকে না। কোনো সিদ্ধান্ত, চুক্তি বা নথি যদি Null and Void হয়, তবে সেটি অকার্যকর ও বাতিল বলে গণ্য হয়।
উৎস: বাংলা একাডেমি অভিধান, অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 2 months ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 2 months ago
'Glacier' এর বাংলা পরিভাষা -
Created: 1 month ago
A
বৈশ্বিক
B
হিমবাহ
C
ভূগোলক
D
ভূতাত্ত্বিক
Glacier এর বাংলা পরিভাষা: হিমবাহ
Geologist: ভূতাত্ত্বিক
Globe: ভূগোলক
Global: বৈশ্বিক
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago