A
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
B
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
C
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
D
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উত্তরের বিবরণ
অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর
অস্তিবাচক বাক্যকে নেতিবাচক রূপে পরিবর্তন করার সময় মূল অর্থ যেন এক থাকে—এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন: “মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না”—এখানে অর্থ অপরিবর্তিত থেকে বাক্যটি সঠিকভাবে নেতিবাচক হয়েছে।
রূপান্তরের নিয়মসমূহ:
১. বাক্যের সমাপিকা ক্রিয়া বা বিধেয় ক্রিয়ায় ‘না’, ‘নয়’, ‘নেই’, ‘নি’, ‘নাহি’, ‘নাই’ ইত্যাদি নঞর্থক অব্যয় যোগ করতে হবে।
২. হ্যাঁ-সূচক বাক্যকে না-সূচক রূপে পরিবর্তন করতে হবে তবে মূল বক্তব্যের অর্থ নষ্ট হবে না।
৩. প্রয়োজনে বিশেষণ পদকে তার বিপরীত শব্দে রূপান্তর করতে হবে।
৪. বাক্যের অন্য কোনো শব্দকে না-সূচক ব্যবহারের আওতায় আনতে হতে পারে।
5. না-বাচক ক্রিয়া, শব্দ বা অব্যয় ব্যবহার করে বাক্যের আসল অস্তিবাচক অর্থ ধরে রাখতে হয়।
উদাহরণ:
-
অস্তিবাচক: হৈমন্তী চুপ করিয়া রহিল।
নেতিবাচক: হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না। -
অস্তিবাচক: এমন দিনে তারে বলা যায়।
নেতিবাচক: এমন দিনে তারে না বলে পারা যায় না। -
অস্তিবাচক: পাখিটা মরল।
নেতিবাচক: পাখিটা বাঁচল না। -
অস্তিবাচক: এভাবে সমাজ অচল হয়ে পড়ে।
নেতিবাচক: এভাবে সমাজ চলে না। -
অস্তিবাচক: অনুপমার উচিত কাজ হয়েছে।
নেতিবাচক: অনুপমার অনুচিত কাজ হয়নি। -
অস্তিবাচক: বাড়িটা তারা দখল করেছে।
নেতিবাচক: বাড়িটা তারা দখল না করে ছাড়েনি।
উৎস: উচ্চ মাধ্যমিক, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago