A
লাদাখ
B
কালাপানি
C
কাশ্মীর
D
তিনবিঘা করিডোর
উত্তরের বিবরণ
• কালাপানি
-
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
-
বর্তমানে এটি ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
-
নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে, যার মধ্যে কিছু অঞ্চল নিয়ে দ্বিপাক্ষিক বিরোধ আছে।
-
বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ ও সুস্তা অন্যতম।
-
অবস্থান: নেপালের উত্তর-পশ্চিম অংশে; দক্ষিণে ভারতের কুমায়ুন, উত্তরে চীনের তিব্বত।
-
এই ভূখণ্ড হলো ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল।
অন্যান্য উল্লেখযোগ্য সীমান্ত
-
তিন বিঘা করিডোর: বাংলাদেশ ও ভারতের সংযোগ পথ।
-
কাশ্মীর: ভারত ও পাকিস্তান মধ্য অবস্থিত; কিছু অংশ ভারত শাসিত, কিছু পাকিস্তান শাসিত।
উৎস: BBC ও সংশ্লিষ্ট ওয়েবসাইট ✅

0
Updated: 1 week ago
বাইজেন্টাইন সাম্রাজ্য কোন কোন অঞ্চলের উপর বিস্তৃত ছিল?
Created: 1 day ago
A
ইতালি, গ্রীস, তুরস্ক ও উত্তর আফ্রিকা
B
ভারত, চীন ও জাপান
C
জার্মানি, ফ্রান্স ও স্পে
D
রাশিয়া, মিশর ও পারস্য
বাইজেন্টাইন সাম্রাজ্য (Byzantine Empire)
অবস্থানকাল: আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ – ১৪৫৩ খ্রিস্টাব্দ
পতন: ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতিত হয়।
প্রাচীন নাম: সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
৪৭৬ সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়।
রাজধানী: কনস্টান্টিনোপল
ভৌগোলিক বিস্তার: ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত।
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল শুরু করে এবং ১৪৫৩ সালে পুরো সাম্রাজ্য অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 day ago
[এটি তৎকালীন প্রশ্ন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।] নেপালের পার্লামেন্টের নাম কী?
Created: 1 month ago
A
সিনেট
B
পঞ্চায়েত
C
কংগ্রেস
D
মজলিস
উল্লেখিত কোন অপশনেই নেপালের সংসদের প্রকৃত নাম নেই। তাই প্রশ্নটি বাতিলযোগ্য।
নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- বর্তমান প্রধানমন্ত্রী: কে পি শর্মা ওলি।
- বর্তমান রাষ্ট্রপতি: রাম চন্দ্র পাওদেল।
- নেপালের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।
⇒ নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।
উল্লেখ্য,
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
⇒ ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।
উৎস: Britannica.

0
Updated: 1 month ago
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
Created: 1 month ago
A
নেপাল
B
ভারত
C
মিয়ানমার
D
ইরান
ব্ল্যাক ক্যাট – ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী কমান্ডো ইউনিট
‘ব্ল্যাক ক্যাট’ নামটি আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় উপাধি। এটি একটি বিশেষায়িত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী,
যা মূলত সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য গঠিত। NSG হচ্ছে একটি অভিজাত কমান্ডো ফোর্স, যেখানে দেশের বিভিন্ন সামরিক ও আধা-সামরিক বাহিনী থেকে দক্ষ সদস্য বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়।
এই ইউনিটটি শুধুমাত্র ভারতের অভ্যন্তরে কাজ করে এবং দেশের ভেতরে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখে। ব্ল্যাক ক্যাট বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে। বর্তমানে এর প্রধান কার্যালয় অবস্থিত ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
তথ্যসূত্র: National Security Guard (NSG) – Government of India Official Website.

0
Updated: 1 month ago