A
সিরিয়া - ইসরাইল সীমান্তে
B
জর্ডান - ইসরাইল সীমান্তে
C
ইসরাইল - ফিলিস্তিন সীমান্তে
D
ইসরাইল- মিশর সীমান্তে
উত্তরের বিবরণ
• গোলান মালভূমি
-
গোলান মালভূমি হলো ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা।
-
সীমান্ত ও ভূগোল:
-
পশ্চিমে: জর্ডান নদীর উপরের উপত্যকা, গ্যালিলি সাগর
-
উত্তরে: হারমন পর্বত
-
পূর্বে: ওয়াদি আল-রুকাদ
-
দক্ষিণে: ইয়ারমুক নদী
-
-
১৯৬৭ সালের জুন: ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে।
-
এরপর এই অঞ্চল ইসরায়েলের সামরিক প্রশাসনের অধীনে আসে।
-
১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজের অন্তর্ভুক্ত ঘোষণা করে, যা আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশ স্বীকৃতি দেয়নি।
উৎস: ব্রিটানিকা ✅

0
Updated: 1 week ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো-
Created: 2 weeks ago
A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 2 weeks ago
পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
Created: 2 weeks ago
A
দাক্ষিণাত্য মালভূমি
B
ডেকান মালভূমি
C
আনাতোলিয়া মালভূমি
D
পামীর মালভূমি
পামির মালভূমি
-
অবস্থান: মধ্য এশিয়ার উচ্চভূমি
-
বিশেষণ: "পৃথিবীর ছাদ"
-
কারণ: বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি
-
ভূগোল: হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন ও তিয়ান শান পর্বতমালার সংযোগস্থল
-
বিস্তার: প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন ও পাকিস্তানের কিছু অংশে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 2 weeks ago