গুয়ান্তানামো বে কী?
A
নাট্যশালা
B
বন্দিশালা
C
পর্যটনকেন্দ্র
D
উত্তরের বিবরণ
• গুয়ান্তানামো বে আটক শিবির (Guantanamo Bay Detention Camp / Gitmo)
-
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা আটক কেন্দ্র, যা কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ২০০২ সালে, মূলত আফগানিস্তান, ইরাক এবং অন্যান্য অঞ্চলে আটক করা সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের রাখার জন্য।
-
এই শিবিরে বন্দীদের আইনি অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
-
জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দীদের ন্যায্য বিচার ও মানবিক আচরণের অধিকার থাকা উচিত।
-
কিন্তু গুয়ান্তানামোতে নির্যাতন, অবমাননাকর আচরণ ও দীর্ঘমেয়াদী আটক (প্রায়শই বিচার ছাড়া) এর অভিযোগ উঠেছে।
-
-
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা ও মার্কিন আদালত ও প্রশাসন এই শিবির বন্ধের জন্য বিভিন্ন সময় বিতর্ক ও আইনি লড়াই চালাচ্ছে।
উৎস: Britannica ✅

0
Updated: 1 month ago
'খেমারুজ' কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
ফিলিপাইন
B
পেরু
C
কলম্বিয়া
D
কম্বোডিয়া
খেমারুজ হলো কম্বোডিয়ার একটি সোশ্যালিস্ট গেরিলা সংগঠন, যা পলপটের নেতৃত্বে দেশটিকে নিয়ন্ত্রণ করেছিল।
-
নেতা: পলপট, কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক
-
শাসনকাল: ১৯৭৫–১৯৭৯
-
মানবিক ক্ষয়ক্ষতি: প্রায় ২০ লক্ষ মানুষ মারা যায়, যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত
-
পতন: ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের অবসান ঘটে

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 1 month ago
A
ECE
B
ECLAC
C
ESCWA
D
ESCAP
ESCWA বা পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা, যা পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্ণরূপ হলো United Nations Economic and Social Commission for Western Asia (ECWA)।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৭৩
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করা, সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা
-
সদর দপ্তর: বৈরুত, লেবানন
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 1 month ago