’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
উত্তরের বিবরণ
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 1 month ago
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
Created: 2 months ago
A
সোনিয়া গান্ধী
B
ড. মনমোহন সিং (পূর্বে ছিলেন)
C
মমতা ব্যানার্জী
D
রাহুল গান্ধী
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। তিনি ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে ২০১৯ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ২০২৪ সালের ৯ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ।
নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি (BJP) দলের সদস্য এবং গুজরাট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে জিএসটি চালু, মেক ইন ইন্ডিয়া, এবং সুয়াচ্ছ ভারত অভিযান উল্লেখযোগ্য।

0
Updated: 2 months ago
বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
ফ্রান্স
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জাপান
বিশ্বের সর্বোচ্চ সেতু হলো চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
-
অবস্থান: চীনের গুইঝৌ প্রদেশ
-
মোট দৈর্ঘ্য: ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার
-
উচ্চতা: নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার)
-
বিশেষত্ব:
-
উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু
-
পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতু
-
-
নির্মাণ সময়কাল: ২০২২ সালের জানুয়ারি থেকে নির্মাণ শুরু; সেপ্টেম্বর ২০২৫-এ জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা
উল্লেখ্য, বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে ৮টি চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত।

0
Updated: 1 month ago
Research and Analysis Wing কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ভারত
B
আমেরিকা
C
রাশিয়া
D
চায়না
ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা RAW জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে এবং এর মাধ্যমে ভারতের বহিরাগত গোয়েন্দা কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হতে থাকে।
-
পূর্ণরূপ: Research and Analysis Wing (RAW)।
-
প্রতিষ্ঠা: ১৯৬৮ সালে।
-
RAW প্রতিষ্ঠার আগে ভারতের Intelligence Bureau (IB) দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করত।
-
প্রথম পরিচালক: রামেশ্বর নাথ কাও।

0
Updated: 2 weeks ago