A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
উত্তরের বিবরণ
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 1 week ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 2 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 2 weeks ago
উইঘুর মুসলিম জনগোষ্ঠী প্রধানত কোন দেশে বসবাস করে?
Created: 1 week ago
A
ইরান
B
চীন
C
ইন্দোনেশিয়া
D
মিয়ানমার
উইঘুর মুসলিম সম্প্রদায়
-
উইঘুররা হলো অন্তর্দেশীয় এশিয়ার একটি তুর্কি ভাষাভাষী জাতিগোষ্ঠী।
-
প্রধানত বসবাস: চীনের উত্তর-পশ্চিমাঞ্চল, জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল।
-
পূর্বে অঞ্চলটি স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্থান নামে পরিচিত ছিল।
-
১৮৮৪ সালে চীনের মাঞ্চু রাজবংশের সঙ্গে আট বছরের যুদ্ধের পর স্বাধীনতা হারায় পূর্ব তুর্কিস্তান; এরপর অঞ্চলটির নামকরণ করা হয় জিনজিয়াং।
ঐতিহাসিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট:
-
চীনের কাছে স্বাধীনতা হারানোর পর উইঘুররা ধীরে ধীরে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য হারাতে শুরু করে।
-
১৯১১ সালে মাঞ্চু সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়; ১৯৩৩–৪৪ সালে উইঘুররা দুইবার স্বাধীনতা লাভ করে।
-
এই সময় গঠন করা হয় পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে স্বাধীন দেশ।
-
১৯৪৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর আবারও স্বাধীনতা হারায় উইঘুররা।
-
২০১৭ সাল থেকে উইঘুররা চীনের দমননীতি ও দমনমূলক কার্যক্রমের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট

0
Updated: 1 week ago
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?
Created: 1 week ago
A
চীন
B
ভারত
C
ব্রাজিল
D
যুক্তরাষ্ট্র
ভারত
-
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত।
-
প্রধান কারণ: দেশের উচ্চ জনসংখ্যা এবং ভোটার সংখ্যা, যা অন্য যেকোনো দেশে নেই।
-
জনসংখ্যা: প্রায় ১৪০ কোটি।
-
ভোটার সংখ্যা: প্রায় ৯৬ কোটি ৯০ লাখ।
সংবিধান ও সংসদীয় ব্যবস্থা:
-
ভারতের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট:
-
উচ্চ কক্ষ: রাজ্যসভা
-
নিম্ন কক্ষ: লোকসভা
-
-
সদস্য সংখ্যা:
-
লোকসভা: ৫৪৩
-
রাজ্যসভা: ২৪৫
-
-
সরকার গঠনের জন্য প্রয়োজন: লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসন।
-
ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তারিত ব্যাখ্যাসমৃদ্ধ সংবিধান।
তথ্যসূত্র: বিবিসি

0
Updated: 1 week ago