A
১৯৬৭ সাল
B
১৯৮১ সাল
C
১৯৬৩ সাল
D
১৯৬১ সাল
উত্তরের বিবরণ
• বার্লিন প্রাচীর (১৯৬১–১৯৮৯)
-
স্নায়ুযুদ্ধের সময় জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র দ্বারা নির্মিত, যাতে জনগণ সোভিয়েত-নিয়ন্ত্রিত পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে পালিয়ে যেতে না পারে, যা পশ্চিমা মিত্রদের নিয়ন্ত্রণে ছিল।
-
নির্মাণ শুরু: ১৩ আগস্ট, ১৯৬১
-
দৈর্ঘ্য: ১৫৫ কি.মি।
-
পাতন: ৯ নভেম্বর, ১৯৮৯
-
জার্মানির পুনর্মিলন: ৩ অক্টোবর, ১৯৯০
উৎস: Britannica ✅

0
Updated: 1 week ago
বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
Created: 3 months ago
A
১৯৪৬
B
১৯৪৮
C
১৯৬১
D
১৯৬২
বার্লিন প্রাচীর (১৯৬১–১৯৮৯)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি চারটি ভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায়। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের অধীনে থাকা অংশগুলো মিলিয়ে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি)। অন্যদিকে, সোভিয়েত ইউনিয়নের অংশটি হয়ে ওঠে ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
পশ্চিম জার্মানি পুঁজিবাদী ব্যবস্থায় দ্রুত উন্নয়ন লাভ করে, আর পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক শাসনে অপেক্ষাকৃত পিছিয়ে পড়ে। ফলে পূর্ব জার্মানির অনেক নাগরিক উন্নত জীবনের আশায় পশ্চিম জার্মানিতে পালিয়ে যেতে শুরু করে।
এই গণঅভিবাসন রোধ এবং পুঁজিবাদী প্রভাব থেকে পূর্ব জার্মানিকে রক্ষা করতে ১৩ আগস্ট ১৯৬১ সালে পূর্ব জার্মানি বার্লিন শহরের মাঝ দিয়ে একটি প্রাচীর নির্মাণ শুরু করে। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য ছিল ১৫৫ কিলোমিটার।
বার্লিন প্রাচীরের পতন:
-
৯ নভেম্বর ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
-
পরে ৩ অক্টোবর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয়ে একটি একক রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত হয়।
উৎস: Britannica.

0
Updated: 3 months ago