দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো কোন অস্ত্র ব্যবহার করা হয়?
A
হাইপারসনিক অস্ত্র
B
হাইড্রোজেন বোমা
C
পারমাণবিক অস্ত্র
D
রকেট হামলা
উত্তরের বিবরণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫)
-
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
-
অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিল: জার্মানি, জাপান ও ইতালি।
-
মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিল: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি।
-
১৯৪১ সালের ৮ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
-
১৯৪৫ সালের ৭ মে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
-
১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
-
এই যুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় (হিরোশিমা ও নাগাসাকি)।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম সবচেয়ে মারাত্মক সংঘাত; এতে প্রায় ৭০–৮৫ মিলিয়ন মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।
উৎস: History.com ✅

0
Updated: 1 month ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 1 month ago
A
থিওডোর রুজভেল্ট
B
উড্রো উইলসন
C
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
D
হার্বার্ট হুভার
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
-
১৯৩৩–১৯৪৫ সাল পর্যন্ত টানা চার মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
-
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ‘নিউ ডিল’ কর্মসূচি চালু করেন।
-
১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে।
-
মিত্রশক্তির প্রধান নেতা হিসেবে যুদ্ধ পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।
-
‘সৎ প্রতিবেশি নীতি’ প্রবর্তনের মাধ্যমে লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করেন।
-
১৯৪২ সালে তার উদ্যোগে “United Nations” বা জাতিসংঘ নামটি প্রথম ব্যবহার হয়।
সূত্র: Britannica & History.com

0
Updated: 1 month ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্সফাম কোন দেশের ক্ষুধার্ত নারী ও শিশুদের জন্য প্রচারণা চালায়?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
গ্রীস
D
ইতালি
অক্সফাম ইন্টারন্যাশনাল (Oxfam International):-
-
যুক্তরাজ্যভিত্তিক একটি স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
-
এটি বেসরকারিভাবে অর্থায়িত একটি আন্তর্জাতিক সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯৪২ সালে।
-
আন্তর্জাতিক সংস্থা হিসেবে গঠন: ১৯৯৫ সালে।
-
সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম।
-
সদস্য সংস্থা: ২২টি স্বাধীন সংগঠনের জোট।
-
কর্মক্ষেত্র: বিশ্বের ৭৭টিরও বেশি দেশ।
🔹 নামের উৎপত্তি:
‘অক্সফাম’ নামটি এসেছে Oxford Committee for Famine Relief থেকে, যা ১৯৪২ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কমিটি মূলত গ্রিসে ক্ষুধার্ত নারী ও শিশুদের জন্য খাদ্য সরবরাহে উদ্যোগ নেয়।
🔹 কনফেডারেশন হিসেবে গঠন:
১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত Oxford Committee for Famine Relief (Oxfam) পরবর্তীতে ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি স্বাধীন বেসরকারি দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আন্তর্জাতিক কনফেডারেশন হিসেবে রূপ নেয়, যা বর্তমানে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে পরিচিত।
উৎস: Oxfam International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
জার্মানি কর্তৃক কোন দেশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল?
Created: 3 weeks ago
A
ফ্রান্স
B
রাশিয়া
C
পোল্যান্ড
D
ব্রিটেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর এবং এটি মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাতের একটি।
-
শুরুর প্রেক্ষাপট: জার্মানির এই আগ্রাসনের পরে যুক্তরাজ্য ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
-
অক্ষশক্তি: জার্মানি, জাপান ও ইতালি
-
মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ
-
যুক্তরাষ্ট্রের যোগদান: ৮ ডিসেম্বর, ১৯৪১
-
জার্মানির আত্মসমর্পণ: ৭ মে, ১৯৪৫
-
জাপানের আত্মসমর্পণ ও যুদ্ধের সমাপ্তি: ২ সেপ্টেম্বর, ১৯৪৫
-
প্রযুক্তিগত ইতিহাস: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়
-
মানবিক ক্ষতি: যুদ্ধের ফলে প্রায় ৭০ থেকে ৮৫ মিলিয়ন প্রাণহানি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক

0
Updated: 3 weeks ago