জার্মানির সাথে প্রাথমিকভাবে কোন কোন দেশ কেন্দ্রীয় শক্তিতে ছিল?
A
ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া
B
জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক
C
জাপান, ইতালি, রাশিয়া
D
ফ্রান্স, ইতালি, সার্বিয়া
উত্তরের বিবরণ
• প্রথম বিশ্বযুদ্ধ
-
১৯১৪ সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
-
এটি ছিল একটি আন্তর্জাতিক সংঘাত, যাতে ইউরোপের অধিকাংশ দেশ ছাড়াও এশিয়া, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশ জড়িয়ে পড়ে।
-
একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও তুরস্কের নেতৃত্বাধীন কেন্দ্রীয় শক্তি।
-
অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রবাহিনী।
-
প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধ শেষ হয় ১৯১৮ সালে কেন্দ্রীয় শক্তির পরাজয়ের মাধ্যমে।
উৎস: worldatlas.com ✅

0
Updated: 1 month ago
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-
Created: 1 month ago
A
জাতিপুঞ্জ সৃষ্টি করা
B
অটোমানদের জায়গা দখল করা
C
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
D
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
বেলফোর ঘোষণা (Balfour Declaration)
-
মূল ভাব: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল গঠনের সমর্থন জানায়।
-
তারিখ ও প্রেরক: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি চিঠি দেন লর্ড রথচাইল্ডকে, যিনি তখন ব্রিটিশ জায়নিষ্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
-
উদ্দেশ্য: ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি তৈরি করা।
-
ইতিহাসে প্রভাব:
-
১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
-
১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব অঞ্চলের ভাগ-বন্টনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
-
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
-
উৎস: Britannica, History.com
বেলফোর ঘোষণা ব্রিটেনের পক্ষ থেকে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র স্থাপনের সমর্থনের প্রতীক, যা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত।

0
Updated: 1 month ago
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর কোন চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল?
Created: 1 month ago
A
প্যারিস চুক্তি
B
ভার্সাই চুক্তি
C
রোম চুক্তি
D
ব্রাসেলস চুক্তি
ভার্সাই চুক্তি
-
১৯১৯ সালে স্বাক্ষরিত, প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়।
-
জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করা হয় এবং বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।
-
সামরিক সীমাবদ্ধতা আরোপ করা হয়।
-
স্বাক্ষরের তারিখ: ২৮ জুন, ১৯১৯।
-
পক্ষসমূহ: মিত্রশক্তি ও জার্মানি।
-
স্বাক্ষর স্থান: ফ্রান্সের ভার্সাই নগরী।
সূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
Created: 3 weeks ago
A
১৯১৪-১৯১৭
B
১৯১৫-১৯১৯
C
১৯১৫-১৯১৮
D
১৯১৪-১৯১৮
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ২৮ জুলাই, ১৯১৪ সালে, যখন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হন। যুদ্ধ শেষ হয় ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
মূল তথ্য:
-
কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরি, বুলগেরিয়া
-
মিত্রশক্তি জোট: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র
-
যুদ্ধের ফলাফল: মিত্রশক্তির বিজয়
-
চুক্তি: দ্বিতীয় ভার্সাই চুক্তি যুদ্ধের অবসান ঘটায়
-
মানবিক ক্ষতি: চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ নিহত
উৎস:

0
Updated: 3 weeks ago