স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?
A
জাপান
B
জার্মান
C
ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
• স্ট্যাচু অব পিস বা নাগাসাকি শান্তি মূর্তি জাপানের নাগাসাকি শহরের নাগাসাকি পিস পার্কে অবস্থিত।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকিতে সংঘটিত পারমাণবিক বোমা হামলার ভয়াবহ ধ্বংসযজ্ঞের এক স্থায়ী স্মারক এবং নৃশংসতার শিকারদের প্রতি শ্রদ্ধার নিদর্শন।
-
মূর্তিটি ১৯৫৫ সালের ৯ আগস্ট উদ্বোধন করা হয় এবং এর উচ্চতা ৯.৭ মিটার।
-
প্রতি বছর একই দিনে মূর্তির পাদদেশে নাগাসাকি শান্তি অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শান্তির বার্তা পৌঁছে দেয়।
-
মূর্তিটি থেকে প্রায় ৫০০ মিটার দূরে হাইপোসেন্টার মনুমেন্টের পাদদেশে একটি কালো ভল্টে পারমাণবিক বোমা হামলায় নিহত এবং পরবর্তীতে বিকিরণজনিত কারণে মারা যাওয়া ব্যক্তিদের নাম সংরক্ষিত রয়েছে। এটি মানবজাতির জন্য এক গভীর সতর্কবার্তা ও শান্তির আহ্বান হিসেবে বিবেচিত হয়।
উৎস: Japan National Tourism Organization (JNTO). ✅

0
Updated: 1 month ago
জাপানে ‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
রাশিয়া
C
উত্তর কোরিয়া
D
যুক্তরাষ্ট্র
‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মধ্য-পরিসরের মিসাইল সিস্টেম, যা মূলত Typhon Mid-Range Capability (MRC) নামে পরিচিত।
-
পাল্লা: প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল)
-
সংস্করণ: দীর্ঘপাল্লার সংস্করণও তৈরি হচ্ছে
-
মহড়া: সেপ্টেম্বর মাসে টোকিওতে জাপান-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে
-
মোতায়েন: যুক্তরাষ্ট্রকে ‘টাইফুন’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে টোকিও; ক্ষেপণাস্ত্রগুলো হোনশু দ্বীপের ইওয়াকুনি শহরের মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হবে
-
আন্তর্জাতিক প্রতিক্রিয়া: রাশিয়া ও চীন টোকিওকে আলাদাভাবে সতর্ক করেছে
অতিরিক্তভাবে বলা যায়, এই মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অঞ্চলে সামরিক সমতা বজায় রাখাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে এবং এটি এশিয়ান নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

0
Updated: 1 month ago
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন দেশের নাগরিক? [আগস্ট - ২০২৫]
Created: 1 week ago
A
চীন
B
জাপান
C
দক্ষিণ কোরিয়া
D
ভিয়েতনাম
জাপানের নাগরিকরা এশিয়ার মধ্যে সর্বোচ্চ, মোট ৩১টি নোবেল পুরস্কার পেয়েছেন। তারা পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন। ২০২৪ সালে শান্তিতে নোবেল পেয়েছে জাপানি পরমাণু বিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’।
নোবেল পুরস্কার ২০২৪:
সাহিত্য:
-
পুরস্কারপ্রাপ্ত: হান কাং
-
অবদান: নিজের সাহিত্যকর্মে **‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’**কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে প্রকাশ করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
শান্তি:
-
পুরস্কারপ্রাপ্ত: জাপানি সংস্থা নিহন হিদানকায়ো
-
অবদান: হিবাকুশা হিসেবে পরিচিত সংস্থাটিকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার কখনোই উচিত নয় তা প্রমাণ করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
চিকিৎসাবিজ্ঞান:
-
পুরস্কারপ্রাপ্ত: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান
-
অবদান: মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা এর জন্য পুরস্কৃত।
রসায়ন:
-
পুরস্কারপ্রাপ্ত: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার
-
অবদান: ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য এবং ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য যৌথভাবে পুরস্কৃত করা হয়েছে।
পদার্থবিজ্ঞান:
-
পুরস্কারপ্রাপ্ত: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন
-
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করার মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য।
অর্থনীতি:
-
পুরস্কারপ্রাপ্ত: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন
-
অবদান: গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণার জন্য।

0
Updated: 1 week ago
জাপানের আইনসভার নাম কী?
Created: 1 month ago
A
স্টোরটিং
B
C
ডায়েট
D
ফোকেটিং
জাপানের আইনসভা (ডায়েট)
-
জাপানের জাতীয় আইনসভা বা সংসদকে ‘ডায়েট’ বলা হয়।
-
এটি দুই কক্ষ বিশিষ্ট:
-
নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives)
-
উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস (House of Councillors)
-
-
উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
-
সদস্য সংখ্যা:
-
প্রতিনিধি সভা: ৫১১
-
হাউস অব কাউন্সিলরস: ২৫২
-
-
মেয়াদ:
-
প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন
-
হাউস অব কাউন্সিলরস-এর সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন
-
অন্য দেশের সংসদ:
-
স্টোরটিং (Storting): নরওয়ের সংসদ
-
নেসেট (Knesset): ইসরায়েলের সংসদ
-
ফোকেটিং (Folketing): ডেনমার্কের সংসদ
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago