How does the Pilot’s Boy react when he sees the Mariner alive?
A
He prays
B
He faints
C
He laughs madly, thinking the Devil is driving the ship
D
He cries loudly
উত্তরের বিবরণ
জাহাজ ডোবার পর যখন মেরিনারকে জীবিত দেখে, Pilot’s Boy ভয়ে পাগলের মতো হাসতে থাকে। সে ভাবে, আজকাল শয়তানও জাহাজ চালায়। Coleridge এই প্রতিক্রিয়ার মাধ্যমে মেরিনারের ভয়াবহ অবস্থা ও অন্যদের কাছে তার ভুতুড়ে রূপ বোঝাতে চেয়েছেন।

0
Updated: 1 month ago
The line "The fair breeze blew, the white foam flew, / The furrow followed free" is a strong example of-
Created: 1 month ago
A
Personification
B
Alliteration
C
Hyperbole
D
Onomatopoeia
Alliteration হলো কাছাকাছি শব্দের initial consonant sounds বারবার ব্যবহারের কৌশল। এই লাইনটিতে, "f" ধ্বনিটি fair, flew, foam, এবং followed শব্দগুলোতে পুনরাবৃত্তি হয়েছে।
-
এই alliteration একটি rhythmic এবং flowing quality তৈরি করে, যা sailing ship-এর চলাচলের গতিকে অনুকরণ করে।
-
এটি sailors-এর যাত্রার শুরুতে অনুভূত excitement প্রকাশ করে।
-
পরে কবিতায় Coleridge বিভিন্নভাবে alliteration ব্যবহার করেন বিভিন্ন mood তৈরি করার জন্য।
-
উদাহরণস্বরূপ, "silent sea"-তে 's' ধ্বনির ব্যবহার waves-এর শব্দ অনুকরণ করে এবং একটি melancholic ও eerie tone তৈরি করতে সাহায্য করে।

0
Updated: 2 weeks ago
What is the significance of the Mariner biting his arm to speak?
Created: 1 month ago
A
He was hungry
B
He wanted to kill himself
C
He was so thirsty that he needed blood to moisten his throat to shout
D
He wanted to make a pact with Lucifer
তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে নিজের হাতে কামড় দিয়ে রক্ত দিয়ে গলা ভিজিয়ে চিৎকার করে বলে “A sail! a sail!”। এটি তার হতাশা ও ভয়াবহ পরিস্থিতি বোঝায়।

0
Updated: 1 month ago
Who was the fellow poet that Wordsworth shared the early version of this poem with?
Created: 1 week ago
A
Lord Byron
B
John Keats
C
Samuel Taylor Coleridge
D
Percy Bysshe Shelley
Samuel Taylor Coleridge ছিলেন Wordsworth-এর ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী এবং ইংরেজি Romantic আন্দোলনের সহপ্রবর্তক। তাঁরা একসাথে Lyrical Ballads (1798) রচনা করেছিলেন, যা ইংরেজি Romantic সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত। Wordsworth প্রায়শই তাঁর রচনার খসড়া Coleridge-এর সঙ্গে ভাগ করে নিতেন, মতামত ও আলোচনা লাভের জন্য।
-
Coleridge বিশেষভাবে “Immortality Ode”-কে ভালোভাবে জানতেন এবং কবিতার সৌন্দর্যকে প্রশংসা করতেন।
-
তিনি কবিতার দর্শনাত্মক দিক, বিশেষ করে আত্মার পূর্ব অস্তিত্ব (pre-existence) সংক্রান্ত ধারণা নিয়ে কিছু সমালোচনামূলক মতামতও প্রদান করেছিলেন।
-
Coleridge সম্পূর্ণরূপে সেই দর্শনাত্মক ধারণাকে মেনে নিলেও, তিনি তা পুরোপুরি গ্রহণ করতে কঠিন মনে করেছিলেন।
-
Wordsworth এবং Coleridge-এর এই সহযোগিতা Romantic সাহিত্যের বিকাশে গভীর প্রভাব ফেলে।
-
তাদের পারস্পরিক আলোচনার ফলে কবিতার ভাবগভীরতা এবং দর্শনাত্মক দিক আরও সমৃদ্ধ হয়েছিল।

0
Updated: 1 week ago