A
He prays
B
He faints
C
He laughs madly, thinking the Devil is driving the ship
D
He cries loudly
উত্তরের বিবরণ
জাহাজ ডোবার পর যখন মেরিনারকে জীবিত দেখে, Pilot’s Boy ভয়ে পাগলের মতো হাসতে থাকে। সে ভাবে, আজকাল শয়তানও জাহাজ চালায়। Coleridge এই প্রতিক্রিয়ার মাধ্যমে মেরিনারের ভয়াবহ অবস্থা ও অন্যদের কাছে তার ভুতুড়ে রূপ বোঝাতে চেয়েছেন।

0
Updated: 1 week ago
What metaphor does Coleridge use for his past hopes in Section VI of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Flowing river
B
Climbing mountain
C
Twining vine
D
Blooming rose
Coleridge তাঁর অতীতের আশাকে তুলনা করেছেন এক লতানো গাছের সাথে—“For hope grew round me, like the twining vine।” অর্থাৎ আশা তাঁকে ঘিরে ধরত এবং অন্যের ফল ও পাতাও যেন তাঁর মনে হতো। এই উপমা দেখায়, তখন তাঁর কল্পনা ও আশা তাকে সমৃদ্ধ করত। কিন্তু বর্তমানে সেই আশা ও কল্পনা শুকিয়ে গেছে।

1
Updated: 6 days ago
What literary device is most evident in the phrase “sunny pleasure-dome with caves of ice”?
Created: 6 days ago
A
Simile
B
Irony
C
Paradox
D
Hyperbole
“Sunny pleasure-dome with caves of ice”—এই বাক্যে একই সাথে উষ্ণতা (sunny) এবং শীতলতা (ice) উল্লেখ আছে। দুটি বিপরীত উপাদান একত্রে এসেছে। এটিকে বলা হয় paradox—যেখানে আপাতবিরোধী ধারণা একসাথে থেকে গভীর সত্য প্রকাশ করে। এটি দেখায় প্রকৃতির দ্বৈততা, এবং মানুষের কল্পনার ভেতর বৈপরীত্যপূর্ণ উপাদানও সহাবস্থান করে।

1
Updated: 6 days ago
Why is the poem "The Rime of the Ancient mariner" considered Romantic literature?
Created: 1 week ago
A
Because it is about love only
B
Because it is about marriage
C
Because it focuses on nature, imagination, supernatural, and deep emotion
D
Because it was written in rhyme
রোমান্টিক কবিতায় যুক্তির পরিবর্তে প্রকৃতি, আবেগ, অতিপ্রাকৃত ও কল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। এই কবিতায় সব বৈশিষ্ট্যই আছে।

0
Updated: 1 week ago