A
Angels in heaven
B
Bright spirits standing above each sailor’s corpse
C
Voices guiding the Mariner
D
The Hermit and his companions
উত্তরের বিবরণ
মৃত নাবিকদের দেহের উপরে আলোকোজ্জ্বল সত্তারা দাঁড়ানো থাকে। তারা seraph—স্বর্গদূতের প্রতীক। তারা নাবিকদের আত্মাকে মুক্তি দেয় এবং মেরিনারকে আধ্যাত্মিক মুক্তির দিকে ঠেলে দেয়। এটি দেখায়—পাপের পরেও ঈশ্বরের করুণা মানুষকে রক্ষা করতে পারে।

0
Updated: 1 week ago
‘He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 3 weeks ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge (1772-1834) ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি ও লেখক। তাঁকে Poet of Supernaturalism বলা হয়ে থাকে। প্রশ্নোক্ত চরণটি S.T. Coleridge রচিত The Rime of the Ancient Mariner কবিতা হতে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি বিখ্যাত চরণ নিম্নরূপ:
• Water, Water, everywhere,
Nor any drop to drink
• Alone, Alone all alone
• He prayeth best who loveth best
• Alone a wide, wide seaalex
• All things both great and small

0
Updated: 3 weeks ago
Which Romantic element is most visible in the poem?
Created: 1 week ago
A
Industrial progress
B
Historical facts
C
Supernaturalism and reverence for nature
D
Scientific reasoning
কবিতায় অলৌকিক চরিত্র (Death, Life-in-Death, spirits) এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
Why is Kubla Khan often called a “dream vision”?
Created: 6 days ago
A
It is a historical account
B
It describes a real palace
C
It originated from Coleridge’s opium dream
D
It follows classical epic structure
কোলরিজ নিজেই বলেছেন যে আফিম খাওয়ার পর ঘুমের মধ্যে তিনি স্বপ্নে এই দৃশ্যগুলো দেখেছিলেন। জেগে উঠে তিনি লিখতে শুরু করেন কিন্তু কেউ তাকে বিরক্ত করলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই Kubla Khan–কে dream vision বলা হয়। এটি মানুষের কল্পনা, স্বপ্ন ও অবচেতন মানসিক অভিজ্ঞতার এক অনন্য শিল্পরূপ।

1
Updated: 6 days ago