A
The storm-wind
B
The Polar Spirit
C
The power of the Moon
D
The Pilot’s prayers
উত্তরের বিবরণ
জাহাজটি বাতাস ছাড়াই চলতে থাকে। First Voice বলে, এখন জাহাজ চলাচল করছে চাঁদের শক্তি ও সমুদ্রের টানের কারণে। এটি প্রকৃতির গোপন শক্তির প্রতীক, যা মানুষ পুরোপুরি বুঝতে পারে না। Coleridge এখানে প্রকৃতিকে divine power হিসেবে দেখিয়েছেন।

0
Updated: 1 week ago
Which poem by Coleridge describes a sailor’s curse?
Created: 2 weeks ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
Dejection: An Ode
D
Frost at Midnight

0
Updated: 2 weeks ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
What does the “pleasure-dome” primarily symbolize in the poem?
Created: 6 days ago
A
Historical architecture
B
Political tyranny
C
The power of human imagination
D
Religious devotion
“Pleasure-dome” বা আনন্দ-প্রাসাদ আসলে কল্পনার প্রতীক। এটি কেবল ঐতিহাসিক কুবলাই খানের প্রাসাদের বর্ণনা নয়, বরং কবির মনে সৃষ্ট এক কল্পনার জগৎ। কোলরিজ দেখাতে চেয়েছেন কিভাবে কল্পনার শক্তি বাস্তবকে অতিক্রম করে এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। প্রাসাদটি তাই সৃজনশীলতা, শিল্প ও কবিতার ক্ষমতার প্রতীক, যা সময় ও ইতিহাসের বাইরে দাঁড়ায়।

1
Updated: 6 days ago