What natural phenomenon guides the ship after the sailors’ death?
A
The storm-wind
B
The Polar Spirit
C
The power of the Moon
D
The Pilot’s prayers
উত্তরের বিবরণ
The ship is guided by a supernatural ocean current or spirit of the sea, often called the Polar Spirit, which moves it without wind after the sailors’ death.

0
Updated: 3 weeks ago
"Lyrical Ballads" was jointly published by Wordsworth and -
Created: 3 weeks ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Blake
D
Samuel Taylor Coleridge
Lyrical Ballads ও Romantic যুগ
-
"Lyrical Ballads" রচনা ও প্রকাশ করেন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে।
-
এটি ১৭৯৮ সালে প্রকাশিত হয় এবং ইংরেজি সাহিত্যে Romantic যুগ শুরু করার পথপ্রদর্শক হিসেবে গণ্য হয়।
-
কবিতার সংগ্রহে মোট ২৩টি কবিতা রয়েছে: ১৯টি রচিত William Wordsworth এবং ৪টি রচিত S. T. Coleridge-এর।
-
এই গ্রন্থ English Literature-এ বিষয়বস্তু ও ধারা (Subject and Style)-তে উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
-
কবিতাগুলি সরল ভাষায় লেখা, অলংকার ও কৃত্রিমতা বিহীন, এবং সাধারণ মানুষের কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে।
-
Lyrical Ballads-এ প্রকাশিত কবিতাগুলো মূলত Romantic poetry-এর নিদর্শন।

0
Updated: 3 weeks ago
‘He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 2 months ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge (1772-1834) ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি ও লেখক। তাঁকে Poet of Supernaturalism বলা হয়ে থাকে। প্রশ্নোক্ত চরণটি S.T. Coleridge রচিত The Rime of the Ancient Mariner কবিতা হতে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি বিখ্যাত চরণ নিম্নরূপ:
• Water, Water, everywhere,
Nor any drop to drink
• Alone, Alone all alone
• He prayeth best who loveth best
• Alone a wide, wide seaalex
• All things both great and small

1
Updated: 2 months ago
What is the name of the sacred river mentioned in the poem Kubla Khan?
Created: 1 week ago
A
Ganges
B
Thames
C
Alph
D
Lethe
স্যামুয়েল টেলর কোলরিজের কবিতা “Kubla Khan”-এ উল্লিখিত পবিত্র নদীর নাম হলো “Alph”, যা সম্পূর্ণরূপে কবির কল্পনা থেকে সৃষ্ট।
-
প্রথমত, কোলরিজ এই নামটি নিজেই উদ্ভাবন (invented) করেছিলেন—এটি কোনো বাস্তব নদীর নাম নয়। তিনি এটি ব্যবহার করেন কবিতার রহস্যময় ও অলৌকিক পরিবেশ (mystical and imaginative setting) সৃষ্টি করতে।
-
দ্বিতীয়ত, কবিতায় “Alph, the sacred river” প্রবাহিত হয়েছে খানের pleasure-dome বা বিলাস-প্রাসাদের মধ্য দিয়ে, যা স্বপ্ন, সৌন্দর্য ও কল্পনার প্রতীক হিসেবে কাজ করে।
-
শেষে, “Alph” শব্দটি “Alpha” অর্থাৎ শুরু বা উৎস (origin) নির্দেশ করতে পারে—যা সৃষ্টির প্রাথমিক শক্তি ও কবির কল্পনাশক্তির গভীর উৎসের প্রতীক।
অতএব, সঠিক উত্তর হলো (c) Alph, কারণ এটি কোলরিজের সৃষ্ট এক কাল্পনিক পবিত্র নদী যা পুরো কবিতার ভাবগাম্ভীর্যকে রহস্যময় ও প্রতীকী করে তোলে।

0
Updated: 1 week ago